বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা উত্তর শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় পাহাড়পুরস্থ দিনাজপুর উত্তর জেলা জামায়াত অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের হাতে সহায়তার নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও দিনাজপুর-রংপুর অঞ্চল পরিচালক মোঃ গোলাম রব্বানী।
শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা উত্তর শাখার সভাপতি মোঃ জাকিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর উত্তর জেলা শাখার আমীর অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান।
অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন,
সহ-সভাপতি মোঃ রাশেদেন নবী বাবু, মোঃ বেলাল হোসেন, জেলা ট্রেড বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, জেলা কমিটির নির্বাহী সদস্য এসএম হাদিউজ্জামান, শহর শাখার সভাপতি মোঃ রাশেদুল ইসলাম রিপনসহ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর উত্তর জেলা শাখার অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে মুনাজাত করা হয়।
উল্লেখ্য, অনুষ্ঠানে চার জন শহীদ পরিবারের সদস্যের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা প্রদান করা হয়।