স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন দিনাজপুর মেডিকেল কলেজ পরিদর্শন করেছেন ও কলেজের অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকদের সাথে কলেজের সার্বিক অবস্থা নিয়ে মতবিনিময় করেছেন।
দুই দিনব্যাপি উত্তরের জেলা দিনাজপুর, নীলফামারী ও রংপুর জেলা সফরের অংশ হিসেবে সফরের প্রথম দিন শনিবার দিনাজপুর মেডিকেল কলেজ পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
শনিবার বেলা ১২ টায় দিনাজপুর মেডিকেল কলেজ মিলানায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং দ্রæত এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।
দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক ( মানবসম্পদ ব্যবস্থাপনা) ডা. মো. মাসুদুর রহমান ও উপ-পরিচারক (সরকারি বেসরকারি মেডিকেল কলেজ) ডা. সৈয়দ মো. বাকী বিল্লাহ।
দিনাজপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (সার্জারি) ডা. মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ মোজাম্মেল হক, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা.মো. ফজলুর রহমান, সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌসসহ মেডিকেল কলেজের অন্যান্য শিক্ষক, ছাত্রছাত্রী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এদিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডা. নাজমুল হোসেন দিনাজপুর মেডিকের কলেজে এসে পৌঁছলে কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি কলেজ ক্যাম্পাসে ৩টি গাছের চারা রোপন করেন। সব শেষে অধ্যাপক ডা. নাজমুল হোসেন কলেজের হোষ্টেলসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এছাড়া তিনি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেন।