রবিবার , ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

নিজ বিশ্ববিদ্যালয় থেকে দ্রæত উপাচার্য নিয়োগের দাবিতে হাবিপ্রবিতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীদের মানববন্ধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ৭:৪৯ অপরাহ্ণ

নিজ বিশ্ববিদ্যালয় থেকে দ্রæত উপাচার্য নিয়োগের দাবিতে হাবিপ্রবিতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীদের মানববন্ধন
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষকদের মধ্য থেকে দ্রæততম সময়ের মধ্যে উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে হাবিপ্রবির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
বৃহস্পতিবার দুপুর ১টায় হাবিপ্রবির ড. কুদরত এ খুদা একাডেমিক ভবনের সম্মুখে বৃষ্টির মাঝেও মানববন্ধনটি অনুষ্ঠিত হয় ।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ২৫বছর পার হয়েছে, এর আগে কৃষি কলেজ হিসেবে ছিল। সেক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ও বেশ পুরোনো এবং শিক্ষকরা জ্যেষ্ঠ হয়েছেন, অভিজ্ঞ গ্রেড ওয়ানের প্রফেসরও রয়েছেন অনেকে। এরআগে বাইরে থেকে ভিসি নিয়োগ হয়েছে সেসময় দেখেছি আমাদের সমস্যা দাবি দাওয়াগুলো তার কাছে তুলে ধরার সুযোগ পেতাম না। ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ক্যাম্পাসেরই নিরপেক্ষ সৎ দক্ষ গবেষক শিক্ষক প্রয়োজন। তাই আমরা চাই বিশ্ববিদ্যালয়ের সৎ দক্ষ নিরপেক্ষ গবেষক শিক্ষকদের মধ্যে থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়া হোক।
কর্মকর্তা-কর্মচারীরা জানান, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর শৈশবকাল, যৌবনকাল অতিক্রম করে পৌড়ত্বের দিকে এগিয়ে যাচ্ছে। দিনে দিনে শিক্ষকরা দক্ষ থেকে দক্ষতর হয়েছে। তাই আমরা মনে করি আমাদের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার যোগ্যতা আরও আগেই অর্জন করেছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভালোমন্দ দিকগুলো আমাদের শিক্ষকরাই ভালো বুঝবে, যা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সাহায্য করবে। তাই আমরা চাই দ্রæত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দেওয়া হোক।
উল্লেখ্য, এরআগেও একই দাবীতে মানববন্ধন হয়েছিল। এছাড়াও ৩ সেপ্টেম্বর থেকে সফলভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করছেন কীটতত্ত¡ বিভাগের অধ্যাপক ড. ফুয়াদ এল তাজ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তিকরণ শীর্ষক প্রশিক্ষণ

এসএসসি, এইচএসসি ও ৫ম শ্রেণির ক্লাস প্রতিদিন

মাস্ক ছাড়া শহীদ মিনারে প্রবেশ নয়, বিধি-নিষেধ মেনে শ্রদ্ধা

মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার এবং ভেজাল কীটনাশক বিক্রয় অপরাধে জরিমানা

দিনাজপুরের প্রধান ৩ নদীর পানি বাড়ছে

দিনাজপুরে ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন

জুবিলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এসএসসি পরীক্ষাথীদের বিদায় সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে বক্ষব্যাধি ক্লিনিকের এক্সরে মেশিনটি প্রায় ১৫ বছর ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে, আর অন্যদিকে চিকিৎসক সংকট !

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

কাঁকড়া জোড়া রেলব্রিজ ও আত্রাই নদে দর্শনার্থীদের ঢল