মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুর জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকল লিঃ পূনরায় চালু করার দাবিতে দশমাইল কান্তা ফার্ম, বীরগঞ্জ, বোচাগঞ্জ ,রানীর বন্দও, সুলতানপুর, সহ সেতাবগঞ্জ চিনিকলের আওতাধীন বেশ কিছু এলাকায় কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, ছাত্রসমাজ ও সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে গণস্বাক্ষর কর্মসূচী পালন করেছে সেতাবগঞ্জ চিনিকল পুনঃ চালনা আন্দোলন পরিষদ। গণস্বাক্ষর কর্মসূচীতে আন্দোলন পরিষদ এর আহবায়ক মোঃ বদরুদ্দোজা বাপন, সদস্য সচিব মোঃ ইসমাইল হোসেন সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।