কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদের সেপ্টেম্বর/২৪ মাসে মাসিক সাধারণ সমন্বয় সভা গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর’২৪) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মাসিক সাধারণ সমন্বয় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দীন, উপজেলা কৃষি অফিসার মল্লিকা রাণী সেহানবীশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রোকনুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার এ,এম,এ জিন্নাত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল হক, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারী, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম হেলাল, উপজেলা হিসাবরক্ষণ অফিসার শিল্পী রানী রায়, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ আবদার মোল্লা, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য অফিসার মোঃ আবুল কালাম আজাদ, ডাবোর ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায়, তারগাঁও ইউপি চেয়ারম্যান আ.স.ম মনোয়ারুজ্জামান সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা তাদের স্ব-স্ব চলমান কার্যক্রম সর্ম্পকে সভার সভাপতিকে অবহিত করেন এবং সভাপতির সার্বিক সহযোগিতার কামনা করেন কর্মকর্তারা।