কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ কাহারোলে গরীব দ্স্থু ও অসহায়দের মাঝে সরকারি যাকাত ফান্ডের অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (২৩এপ্রিল’২৫) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্বেলন কক্ষে অত্র উপজেলার গরীব দুস্থ ও অসহায় মানুষের মাঝে ২০২৪-২০২৫ অর্থ বছরের সরকারি যাকাত ফান্ডের অর্থ বিতরণ করা হয়। এসব অর্থ বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ আমিনুর ইসলাম। অর্থ বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোঃ লুৎফর রহমান, কাহারোল নূরানী তা’লীমুল কুরান মাদ্রাসার পরিচালক মাওঃ মোঃ আশরাফ আলী ইনছান, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওঃ মোঃ আবু তাহের। জানা যায়, সরকারি যাকাত ফান্ডের ১লাখ ৬১হাজার ৫০০টাকা ২৭জন গরীব দুস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।