বুধবার , ২ অক্টোবর ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে জমে উঠেছে পূজার কেনাকাটা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ২, ২০২৪ ৩:৪৮ অপরাহ্ণ

বীরগঞ্জ (দিনাজপুর) থেকে বিকাশ ঘোষ: দুর্গাপূজাকে কেন্দ্র করে দিনাজপুরের বীরগঞ্জে বিপনী বিতানগুলোতে এখন চলছে শেষ সময়ের ব্যস্ততা। আগামী ৮ অক্টোবর মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পঞ্চমী থেকে শুরু হয়ে ১৩ অক্টোবর রবিবার বিজয়া দশমী পর্যন্ত চলবে দুর্গাপূজা অনুষ্ঠানিকতা। তবে ব্যবসায়ীরা বলছেন, এবছর শারদীয় দুর্গাপূজার কেনাকেটা মহাঅষ্টমীর মধ্যেই শেষ হয়ে যায়।
বীরগঞ্জ পৌরশহরের শাড়ির দোকানগুলোতে ভিড় করতে দেখা যাচ্ছে নারীদের। বেচাকেনা চলছে অন্যান্য পোশাকের বাজারেও। বিক্রেতারা বলছেন, দুর্গাপূজা উপলক্ষে এখন আগের তুলনায় ব্যস্ততা বৃদ্ধি পেয়েছে সেই সাথে ব্যাপক হারে পূজার কেনাকাটা বৃদ্ধি পাচ্ছে। গত বছরের তুলনায় এবার বিক্রি ভালো হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় ক্রেতারাও স্বচ্ছন্দে নিজেদের পছন্দমতো পণ্য কিনতে পারছেন।
নারীদের পোশাকের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে সালোয়ার কামিজ, জামদানি শাড়ি, বলাকা সিল্ক, কাতান শাড়ি, লেহেঙ্গা ও তাঁতের শাড়ি। ছেলেদের জন্য রয়েছে বাহারি ডিজাইনের ধুতি, শর্ট পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, প্যান্ট। স্বল্প আয়ের মানুষ কেনাকাটা করছেন ফুটপাতের অস্থায়ী দোকানগুলো থেকে। পূজা উপলক্ষে দর্জির দোকানগুলোতেও ব্যাপক ক্রেতা সমাগম হচ্ছে।
গত দু’দিন বীরগঞ্জের বিভিন্ন মার্কেট ও শপিং মলগুলোতে ঘুরতে গিয়ে দেখা যায়, শিশুদের পোশাকের দোকানগুলোতে ক্রেতারা ভিড় জমিয়েছেন। আবার কেউ কিনছেন শাড়ি, কেউ পাঞ্জাবি, কেউ আবার কিনছেন জুতা। প্রায় সবার হাতেই ছিল শপিং ব্যাগ। প্রতিটি দোকানেই ছিল ক্রেতা।
উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়ন থেকে কৃষ্ণা রানী তার স্বামীর সঙ্গে কেনাকাটা করতে এসেছেন। মসজিদ রোডস্থ বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে নিজের এবং পরিবারের সবার জন্য শাড়ি, সালোয়ার কামিজ, প্যান্ট ও শার্ট কিনছেন।
তিনি বলেন, ‘বাবার জন্য জামা প্যান্ট কিনেছি ২৫০০ টাকায়। দাদুর জন্য ১০০০ টাকায় ফতুয়া কিনেছি। আগেই ঠাকুমার জন্য এবং ছোট বোনের জন্য প্রায় সাড়ে চার হাজার টাকার কেনাকাটা করা হয়েছে। তবে গত বছরের তুলনায় দাম একটু বেশিই মনে হয়েছে।’
বীরগঞ্জের পৌরশহরের নতুনপাড়ার বাসিন্দা শ্যামল সাহা মসজিদ মার্কেটের বিপণি দোকানে কেনাকাটা করতে এসেছেন ছয় বছরের মেয়েকে সঙ্গে নিয়ে। তিনি বলেন, গতকাল প্রায় পাঁচ হাজার টাকার বিভিন্ন রকমের পোশাক কিনে গ্রামের বাড়ির সদস্যদের জন্য পাঠিয়ে দিয়েছি। আর এখানে আমার স্ত্রীর জন্য ২৬০০ টাকার একটি কাতান শাড়ি কিনেছি। ছেলের জন্য প্যান্ট এবং শার্ট কিনেছি ২২০০ টাকা দিয়ে এবং মেয়ের জন্য একটি হাতা কাটা জামা কিনেছি ১০০০ টাকা দিয়ে।
বীরগঞ্জের মসজিদ মার্কেটের আদি দয়াল ক্লদে স্টোর এর দোকান মালিক কিষ্ট সাহা বলেন, গত কয়েকদিন দিন যাবত ভালোই বেচাকেনা হচ্ছে। আমাদের এই মার্কেটটা মূলত মধ্যবিত্তদের জন্য। তাই বিভিন্ন উপজেলা থেকে ক্রেতারা আমাদের এখানে আসেন। পূজা উদযাপন উপলক্ষে সপ্তাহের সাতদিনই মার্কেট খোলা রাখা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে ওএমএস, খাদ্যবান্ধব কর্মসূচি ও টিসিবি’র স্বল্পমূল্যের খাদ্য সামগ্রী বিক্রয় শুরু

রাণীশংকৈলে নবনির্বাচীত উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা

পীরগঞ্জে নবনিবার্চিত চেয়ারম্যান মেম্বারদের সন্মাননা প্রদান

বালিয়াডাঙ্গীতে বিভিন্ন মন্ডপের প্রতিমা ভাংচুরের ঘটনা স্থান থেকে ফিরে এসে ঠাকুরগাঁওয়ে বিএনপির সংবাদ সম্মেলন

পার্বতীপুরে আওয়ামী লীগের নারী সমাবেশ

ঠাকুরগাঁওয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা – আটক- ১

মেধা বিকাশে পাঠাগারের কোন বিকল্প নেই …………….. এমপি জাহিদুর

বিরামপুরে কালব এর সাধারণ সভা অনুষ্ঠিত

আটোয়ারী আলোয়াখোয়া রাশমেলা-২০২৪ উপলক্ষে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে হত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ