মিজানুর রহমান, হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল। হরিপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে কৃষকদের মধ্যে কৃষি অধিদপ্তরের অধীনে রংপুর বিভাগের কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়।
এ উপলক্ষে হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো.আব্দুল করিম, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নগেন কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা নইমুল হুদা সরকার, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মারুফ হোসেন,সাংবাদিক আনোয়ার হোসেন প্রমূখ। আলোচনা শেষে হরিপুরের কৃষক-কৃষাণীদের নিয়ে গঠিত ৫৪ গ্রুপের মধ্যে ৯৮ টি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
তার মধ্যে পাওয়ার থেসার ৩৮টি, রিপার ১০টি,পাওয়ার স্প্রেয়ার ১০টিসহ, মোট ৯৮ টি যন্ত্র বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল।
উপজেলা কৃষি অফিস জানায়, হরিপুরে মোট ৫৪টি গ্রুপ রয়েছে। ৫৫টি গ্রুপকে যোগ্যতার ভিত্তিতে আজ মঙ্গলবার এসব যন্ত্রপাতি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য গ্রুপকে এসব যন্ত্রপাতি দেওয়া হবে।