বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জোড়া লাগানো অবস্থায় জন্ম নেয়া মনি-মুক্তা উদযাপন করলো ১৫তম জন্মদিন। বুধবার সকালে সহপাঠী, আত্মীয় স্বজন উপস্থিতে পালন করা হয় এবারের জন্মদিন।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার প্রত্যন্ত পালপাড়া গ্রামে বেড়ে ওঠা মনি মুক্তা এখন ঝাড়বাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে ছাত্রী। সাইকেল চালিয়েই তারা স্কুলে যায়। পড়ালেখার পাশাপাশি কো-কারিকুলামেও পারদর্শী। হতে চায় চিকিৎসক, সেবা করতে চায় দুস্থ-অসহায় মানুষের। পরিবার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২২ আগস্ট পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পৃথিবীর আলো মনি-মুক্তা। ২০১০ সালে ৩০ জানুয়ারি ঢাকার শিশু হাসপাতালে নিয়ে দুই বোনকে ভর্তি করেন বাবা জয় প্রকাশ পাল। একই বছরের ৮ ফেব্রুয়ারি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এ আর খানের নেতৃত্বে সফল অস্ত্রোপচারের মাধ্যমে দুই বোনকে আলাদা করা হলে তখন থেকেই তারা ফিরে পায় স্বাভাবিক জীবন। সেই সঙ্গে দেশের চিকিৎসা বিজ্ঞানে সৃষ্টি হয় এক নতুন ইতিহাস। মনি জানিয়েছে, তাদের জন্মের পর যে ছবিগুলো তোলা হয়েছিল, তা দেখে বুঝেছে তারা স্বাভাবিক ছিল না। চিকিৎসাবিজ্ঞানের বদৌলতে তারা স্বাভাবিক জীবন যাপন করছে। এ কারণে তারা চিকিৎসক হতে চায়। মুক্তার ভাষ্য, চিকিৎসক এ আর খানসহ যেসব চিকিৎসক ও সংশ্লিষ্টরা দুই বোনকে এ পর্যন্ত আসতে সহায়তা করেছেন, তাদের কাছে তারা চিরকৃতজ্ঞ। মানুষের মতো মানুষ হতে দোয়া চায় তারা। তাদের ১৫তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। মনি-মুক্তার বাবা জয় প্রকাশ বলেন, ১৪ বছর পার করে তারা দুই বোন ১৫ বেছরে পা দিয়েছেন। আমি দেশবাসীর কাছে আমার মেয়েদের জন্য দোয়া চাই, তারা যেন বড় হয়ে দেশের মানুষের সেবা করতে পারে।