পীরগঞ্জ ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল হাসানাহ স্কুলের ১৩ তম প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। মঙ্গলবার পৌর শহরের গুয়াগাঁওয়ে স্কুলের ক্যাম্পাস-২ এ আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া। উপস্থিত ছিলেন স্কুলের পরিচালক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইত্তেশাম উল-হক মিম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম, সহকারী অধ্যাপক মোজাম্মেল হক, প্রধান শিক্ষক বেলাল হোসেন, বিএনপি নেতা ফারুক হোসেন সহ উপস্থিত ছিলেন।