সোমবার দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে) বালুবাড়ী, দিনাজপুর এর আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ঢাকা’র সহযোগিতায় এমবিএসকে’র হলরুমে ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি-সমমানের পরীক্ষায় উত্তীর্ণ উচ্চ মাধ্যমিক-সমমান দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ১৪ জন শিক্ষার্থীদের মাঝে দ্বিতীয় দফায় ১২ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৬৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এমবিএসকে’র নির্বাহী প্রধান মোসাঃ সুলতানা রাজিয়া খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করেন দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম ও এমবিএসকে’র ঋণ সমন্বয়কারী মোঃ আশরাফুল আলম। স্বাগত বক্তব্য রাখেন এমবিএসকে’র আব্দুল হাকিম মিয়া। সঞ্চালকের দায়িত্ব পালন করেন এমবিএসকে’র সহকারী এমআইএস অফিসার মোঃ নুর নবী। প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান অর্জন তোমাদের করতে হবে। এখন যন্ত্রের যুগ, অনেক মানুষের কাজ একটি যন্ত্র সম্পাদন করে। তাই আমাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। কোন প্রকার অভাব বা দারিদ্রতা কারো মেধাকে দাবিয়ে রাখতে পারে না। সভাপতির বক্তব্যে এমবিএসকে’র নির্বাহী প্রধান মোসাঃ সুলতানা রাজিয়া খাতুন বলেন, প্রতিটি শিক্ষার্থীর ইচ্ছা শক্তি এবং আত্মবিশ্বাস অনেক উপরে নিয়ে যেতে সাহাস্য করবে। তোমাদের প্রত্যেককে স্বপ্ন দেখতে হবে জেগে জেগে। স্বপ্ন বাস্তবায়নের জন্য তোমাদের যথেষ্ঠ শ্রম দিতে হবে। শেষে ১৪ জন শিক্ষার্থীর মাঝে ১২ হাজার করে ১ লক্ষ ৬৮ হাজার টাকার শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়।