মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সরকারি দায়িত্ব পালনকালে উপ-সহকারী কৃষি অফিসারকে মারপিটের অভিযোগ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ১৩, ২০২২ ৬:৫৮ অপরাহ্ণ

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় গত ১১ সেপ্টেম্বর রবিবার সকালে পাড়িয়া ইউনিয়নের মেসার্স শাহা আলম ডিলারের লাহিড়ীবাজারে গোডাউন থেকে সার বিতরণের সময় সরকারি দায়িত্ব পালনকালে উপ–সহকারী কৃষি অফিসার মোঃ আতাউর রহমানকে মারপিটের অভিযোগ রয়েছে । ঘটনার বিবরণে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের মেসার্স শাহা আলম ডিলারের সার লাহিড়ীবাজার গোডাউন থেকে কৃষকদের মাঝে বিতরণ করা হচ্ছিল । সেখানে সরকারি দায়িত্ব পালন করেন- বালিয়াডাঙ্গী উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার আতাউর রহমান, সার বিতরণের সময় মোঃ কামাল হোসেন চৌধুরী সহ কিছু লোকজন বিতর্কিতভাবে উপ-সহকারী কৃষি অফিসারের উপর চড়াও হয়ে ধাক্কাধাক্কি ও মারপিট করেন । এতে উপ-সহকারী কৃষক অফিসার আহত হন । সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করা হয় । এই ঘটনাটি পড়ে এলাকায় ছড়িয়ে পড়েন । সঙ্গে সঙ্গেই উপ-সহকারী কৃষি অফিসার বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তাকে ঘটনার ব্যাপারটি অবগত করেন । পরে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন স্যার কে ঘটনাটির বিষয়ে বিস্তারিত ভাবে জানানো হয় । এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা, কৃষককে সরকারিভাবে সেবা দেওয়ার পরও এই ঘটনা ঘটিয়েছেন আমার উপ-সহকারী কৃষি অফিসারের উপরে যারা এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে । ঘটনার বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবাযের হোসেন স্যারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারি দায়িত্ব পালনকালে যারা উপ-সহকারী কৃষি অফিসারের উপর হাত দিয়েছে ও মারপিট করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে । ঐ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আতাউর রহমান গত ১১ সেপ্টেম্বর রবিবার পাড়িয়া ইউনিয়নের জাউনিয়া কনপাড়া গ্রামের মোঃ ফজলে আলমের ছেলে মোঃ কামাল হোসেন চৌধুরী এর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া উল্লেখ্য করে একটি লিখিত অভিযোগ করেন বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তার বরাবর ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাড়ী পেয়ে খুশি রাণীশংকৈলের ভূমিহীনরা

দেশের প্রথম জেলা হিসেবে পঞ্চগড় ভ‚মিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা উপলক্ষে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

যারা সংখ্যায় কম তাদের আমরা সংখ্যালুঘু বলবোনা — ইউএনও রকিবুল হাসান

পীরগঞ্জে টেকনিক্যাল কলেজে অংশিজন সমন্বয় সভা

বীরগঞ্জে পৃথক পৃথক ঘটনায় গলায় ফাঁস দিয়ে নারী-পুরুষের আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

হত্যা মামলার ৩ আসামীকে পীরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্্যাব

দিনাজপুর-৫ আসনে জাপার প্রার্থী হচ্ছেন কাজী আব্দুল গফুর

দিনাজপুরে নারীদের আত্মরক্ষা ও সহিংসতা প্রতিরোধে মার্শাল আর্ট বিষয়ক প্রশিক্ষন সমাপনী

ঠাকুরগাঁওয়ে গমের বীজ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন