সোমবার , ২১ অক্টোবর ২০২৪ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে আইনজীবী হত্যাচেষ্টার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ২১, ২০২৪ ৫:২৯ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, দিনাজপুর প্রতিনিধি // দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সদস্য মোঃ সফিউল ইসলামের বাড়ীতে আগুন দিয়ে তাঁকে হত্যাচেষ্টার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ অক্টোবর ২০২৪) দুপুর ২টায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়। জরুরি সভায় আইনজীবী মোঃ সফিউল ইসলামকে হত্যাচেষ্টার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মােঃ তহিদুল হক সরকারের সভাপতিত্বে জরুরি সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সদস্য সিনিয়র আইনজীবী মোঃ ইউসুফ আলী, মোঃ আসির উদ্দীন, মোঃ রফিকুল আমিন, কবির বিন গোলাম চার্লি, মোঃ আব্দুল আজিজ মন্ডল, মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, মোঃ ফজলুল হক, আমিরুল ইসলাম তুফান, মোঃ আব্দুল মান্নান মোল্লা মানিক, মোঃ আব্দুল হালিম, মোঃ খয়রাত আলী, আনোয়ারুল আজিম খোকন, মোঃ আব্দুর বাকী,
জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক রিচার্ড মুরমু, আইনজীবী সমিতির সদস্য
অ্যাডভোকেট মোঃ মাহফুজুর রহমান খান বিপুল, মোঃ তারিকুল ইসলাম তারেক, সাথী দাস,
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমিতির সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ তোজাম্মেল হক লিটন।
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর দিবাগত রাত আনুমানিক রাত ২টায় ফুলবাড়ী উপজেলার গনিপুর নিজ গ্রামের বাড়িতে রাতের অন্ধকারে সন্ত্রাসীরা আইনজীবী মোঃ সফিউল ইসলামের শয়ন কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এই আগুনে ঘুমন্ত অবস্থায় তার হাত ও মুখ-মন্ডল জ্বলসে যায়। এ ঘটনায় তার ভাই রাকিবুল ইসলামও দগ্ধ হয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও