“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দিনাজপুর জেলায় যথাযোগ্য মর্যাদায় ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ পালিত হয়েছে। আলোচনা সভা, র্যালীসহ ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগ দিনাজপুর।
শনিবার (২ নভেম্বর-২০২৪) জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগ দিনাজপুরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সোহাগ চন্দ্র সাহা। জেলা সমবায় অফিসার শেখ মোঃ হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন।
সদর উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষক ও অপারেটিভ সোসাইটি লিঃ এর চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিন, ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর সেক্রেটারী প্রভাষক মোঃ আহসান হাবিব, ম্যানেজার মোঃ গোলাম কিবরিয়া, দিনাজপুর ইমাম ওলামা কল্যাণ সমবায় সমিতির অধ্যক্ষ মাওলানা রফিকুল্যাহ মাজহারী, উপশহর মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর উদ্যোক্তা আরজিনা বেগম, জেলা সমবায় অফিসের উপ-সহকারী নিবন্ধক মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
আলোচনা সভার আগে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে এক র্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে। এর পূর্বে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ এর কর্মসূচীর উদ্বোধন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সোহাগ চন্দ্র সাহা এবং সমবায় পতাকা উত্তোলন করেন জেলা সমবায় অফিসার শেখ মোঃ হারুন-অর-রশিদ।
সরকারি কর্মচারী সমবায় সমিতি লিঃ
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে যথাযোগ্য মর্যাদায় ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে র্যালী করেছে দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতি লিঃ।
শনিবার (২ নভেম্বর-২০২৪) র্যালী শেষে দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগ দিনাজপুরের আয়োজনে আলোচনা সভা ও র্যালীতে অংশগ্রহণ করেন দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতি লিঃ এর নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতি লিঃ এর সচিব গিয়াস উদ্দিন আহমেদ, সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, সমিতির নির্বাহী সদস্য মোঃ ফরিদ হোসেন ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা প্রশাসন ও দিনাজপুর জেলা সমবায় বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সোহাগ চন্দ্র সাহা। জেলা সমবায় অফিসার শেখ মোঃ হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন।
বিরামপুর
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ”সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ” ¯েøাগানকে সামনে রেখে দিনাজপুর জেলার বিরামপুরে ৫৩-তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায় বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সমবায় অফিসার রকিবুল হাসান, বিরামপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বাবু শিশির কুমার, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল, বৈষম্য ছাত্র আন্দোলনের সম্বনয়ক বাদশা মোহাম্মদ নাজ্জাসী, ধানজুড়ি মিশন সমাবায় সমিতির সভাপতি হিলারিইজ হেম্রম, সমবায় সদস্য কেরবীন হেম্রম প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ, ইলেকট্রনিক-প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সমবায় সমিতির সদস্যবৃন্দ,ছাত্র-ছাত্রীবৃন্দ ও সুধীবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন।
খানসামা
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যের আলোকে দিনাজপুরের খানসামা উপজেলায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ উপজেলা পরিষদে জাতীয় পতাকা, সমবায় পতাকা উত্তোলন, র্যালি এবং আলোচনা সভার আয়োজন করে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিন।
উপজেলা সমবায় অফিসার রমজান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক এবং অন্যান্যের মধ্যে উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।