পঞ্চগড় প্রতিনিধি\ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে পঞ্চগড়ে আজ বুধবার সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিন উপজেলার ১৫৬টি ভোট কেন্দ্রে মোট ভোটার ৪ লাখ ৪২ হাজার ৮৭৩ জন। তিন উপজেলায় তিনটি পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন ৩৩ জন প্রার্থী। এদের মধ্যে সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, তেঁতুলিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও আটোয়ারী উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্ব›িদ্বতা করছেন।