দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও রংপুর অঞ্চল আয়োজিত ২ নভেম্বর -২০২৪ শনিবার ব্র্যাক লার্নিং সেন্টারে লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে দিনাজপুর ও রংপুর অঞ্চলের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ উইং) কৃষিবিদ ড.মোঃ সাহিনুল ইসলাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ হামিদুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ উইং) কৃষিবিদ আবু মোঃ এনায়েত উল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ওবায়দুর রহমান মন্ডল।
স্বাগত বক্তব্য রাখেন ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক (লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্প) কৃষিবিদ ড. ফারুক আহ্মদ। উক্ত কর্মশালায় দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও রংপুর অঞ্চলের কৃষি অধিদপ্তররের বিভিন্ন পর্যায়ের কর্মকতা, মৃওিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট,সংল্পিষ্ট অধিদপ্তরের কর্মকর্তাগণ, বৈজ্ঞানিক কর্মকর্তা, হর্টিকালচার সেন্টার, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প দিনাজপুর অঞ্চল, কৃষি গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাগণ, কৃষকগণ অংশনেন।