কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে ৩দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন করা হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজম্যান্ট (সিএসএডবিøউএম, ডিএই পার্ট) প্রকল্পের আওতায় গতকাল মঙ্গলবার( ৫ নভেম্বর’২৪) সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ চত্বরে ৩দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুজ্জামান। উদ্ধোধন শেষে এক আলোচনা সভা উপজেলা নিবার্হী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দিন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) ডিটিও, ডিডি, মোঃ জাফর ইকবাল। অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রানী সেহানবিশ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ খুরশিদ হাসান, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রোকুনুজ্জামান প্রমুখ। ৩দিন ব্যাপীর মেলায় ১২টি স্টল প্রদর্শন করা হয়েছে।