পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের পার্বতীপুরে সরকারী প্রণোদনার ইউরিয়া সার ও পাটবীজ ইউনিয়ন পরিষদ থেকে পাট ও পাটবীজ দপ্তরে সরিয়ে নেওয়ার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার ৬ নভেম্বর থেকে টিমের তদন্ত কাজ শুরু হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
কমিটির সদস্যরা হলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রাজীব হুসাইন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু মুসা মুহাম্মদ হোসাইন ও জনস্বাস্থ্য প্রকৌশলী নাজির হোসেন। গঠিত তদন্ত কমিটিকে ১ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য চলতি অর্থ বছরে সরকারি প্রণোদনার ১শ কৃষকের মাঝে বিতরনের ২৪ বস্তা ইউরিয়া সার ও ১০০ কেজি পাট বীজ বরাদ্দ পায় পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ। এর মধ্যে জুনের আগে ১২ বস্তা ইউরিয়া সার ও ৪৫ কেজি পাটবীজ বিতরন কাজ শেষ করে পরিষদ। আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে পলাশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বিরোধী পক্ষের হাতে হামলা ও নির্যাতনের শিকার হলে পরিষদের কর্মকান্ড স্থবির হয়ে পড়ে। বিতরনের অর্ধেকই পড়ে থাকে পরিষদের গোডাউনে। বিষয়টি উপজেলা প্রশাসনের কর্মকর্তা নির্বাহী অফিসার ফাতেমা খাতুনের নজরে আসলে গোডাউনে থাকা সার ও বীজ সরিয়ে উপজেলা পাট ও পাট বীজ দপ্তরে নিয়ে বিতরনের উদ্দ্যোগ নেয়। গত ৪ নভেম্বর পাট ও পাটবীজ দপ্তরের উপসহকারী অভিজিৎ দাস ও ইউনিয়ন পরিষদের সদস্যসহ পরিষদের গোডাউন থেকে অবিতরনকৃত সার ও পাটবীজ নিয়ে পাট দপ্তরে নেওয়ার পথে স্থানীয় কতিপয় লোকজন ভ্যান আটকে দেয় এবং উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।