বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ ভোগনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে ভোগনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বুধবার (১৩ নভেম্বর) বিকাল ৪ টার দিকে কবিরাজহাট চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন,কেন্দ্রীয় কৃষক দলের সদস্য ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম মনজু। ভোগনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় ও ভোগনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম জাকারিয়া জাকিরের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমিরুল বাহার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য কাহারোল বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী,বীরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক
মোঃ মোজাহিদুল ইসলাম মাজু, যুগ্ম সাধারণ সম্পাদক,শওকত জুলিয়াস জুয়েল,কোষাধ্যক্ষ ও যুবদলের সহ গণ শিক্ষা বিষয়ক সম্পাদক রেজাউল করিম কণি।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন
ভোগনগর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ তহিদুল ইসলাম,মোঃ সাদিকুল ইসলাম সাদেক সহ প্রমুখ। সমাবেশের আগে জেলা বিএনপি’র উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শত শত নেতাকর্মীসমাবেশ স্থলে যোগ দেয়।