শনিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ৫:১৮ অপরাহ্ণ
পীরগঞ্জে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে উপজেলার নাকাটি হাট আগুন ক্লাবের উদ্যোগে শুক্রবার বিকালে কোষারানীগঞ্জ ইউনিয়নের নাকাটি হাট শহীদ আব্দুর জব্বার উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় সেতাবগঞ্জ ভলিবল একাডেমি কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বালিয়াডাঙ্গী ক্রীড়া একাদশ।

খেলা শেষে পুরস্কার বিকরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাকাটি হাট আগুন ক্লাবের আহ্বায়ক আবু বক্কর সিদ্দীক রতন।

সমাপনী অনুষ্ঠানের পর বিজয়ীদের পুরুস্কার তুলে দেন পীরগঞ্জ উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম রাজা, ইউনিয়ন আ.লীগ নেতা বিরেশ চন্দ্র রায় প্রমুখ

এই টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশ গ্রহণ করে। টুর্নামেন্টটি উদ্বোধন হয় ৭ ফেব্রুয়ারি।
টুর্নামেন্ট পরিচারনা করেন, মঞ্জুরুল আলম ও সাইদুর রহমান।

সমাপনি অনুষ্ঠানে অতিথিরা এ আয়োজনকে সাধুবাদ জানান এবং মাদক থেকে যুব সমাজকে দূরে থাকার আহ্বান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও