উপলক্ষে ২৫ টি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল
এসএম মশিউর রহমান সরকার, বালিয়াডাঙ্গী প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলায় ৩নং ধনতলা ইউনিয়নের ২৫ টি জামে মসজিদে আজ শুক্রবার বাদ জুম্মার নামাজের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও দোয়ার আয়োজন করেন ধনতলা ইউনিয়ন আওয়া মীলীগের সভাপতি মোঃ দুলাল রব্বানী।
দুলাল রব্বানী জানান, আমি বঙ্গবন্ধুর আর্দশে অনুপ্রাণিত হয়ে আওয়া মীলীগের একজন কর্মী হিসেবে মেহনতি মানুষের সেবায় নিয়োজিত রয়েছি।আজ ১৯ মার্চ শুক্রবার নিজের উদ্যোগে ইউনিয়নের ২৫ টি জামে মসজিদে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এ মহান নেতার রুহের মাগফেরাত ও মাননিয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্য সুরক্ষায় মিলাদ ও দোয়া আয়োজন করেছি।