সোমবার , ২৫ নভেম্বর ২০২৪ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু শ্রম নিরসনে চাকুরী বাজার ও নিয়োগ দাতাগণের সাথে সচেতনতামূলক সভা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ২৫, ২০২৪ ৮:৩২ পূর্বাহ্ণ

বৃহস্পতিবার সুইহারিস্থ এনজিও ফোরাম হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর এপি এর আয়োজনে পিসিভি-পিএনএস প্রজেক্টের আওতায় প্রকল্প সংশ্লিষ্ট স্টেক হোল্ডার ও শিশু শ্রম মনিটরিং কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন নিয়োগদাতা, ওয়ার্কসপ মালিকগণদের নিয়ে শিশু শ্রম নিরসনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা কাজী সমিতির সভাপতি কাজী আব্দুস সাত্তার এর সভাপতিত্বে মুখ্য আলোচ্যক হিসেবে আলোচনা করেন বাংলাদেশ ইলেকট্রিশিয়ান কমিটির সভাপতি মোঃ রাজিউল ইসলাম রাজু, চাইল্ড লেবার কমিটির সভাপতি মোঃ মামুনুর রশিদ, ৫নং শশরা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ মেহেরাব আলী, ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, ইউপি সদস্য মোঃ আজিজুল ইসলাম, উদয়মান সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বেলাল হোসেন। মূল প্রবন্ধ পাঠ করেন প্রজেক্ট ম্যানেজার রিচার্ড তাপস দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার পলাশ ক্রুশ। বক্তারা বলেন, চাইল্ড লেবার সদস্যরা প্রতিনিয়ত যৌন হয়রানীর শিকার হচ্ছে। শিশু লেবারদের যে পড়াশোনার অধিকার আছে সে বিষয়ে আমরা তাদের সচেতন করছি। তাদের পারিবারিক অভিভাবকদের প্রশিক্ষন দিয়ে আর্থিক সহযোগিতা করে যাচ্ছে ওয়ার্ল্ড ভিশন। শিশু শ্রম নিরসনে ৬টি লার্নিং সেন্টারের মাধ্যমে তাদেরকে কাউন্সিলিং করে স্কুল মুখী করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সে সমস্ত প্রতিষ্ঠান তাদের চাকুরী দেয় তাদেরও শিশু শ্রম আইন জানা দরকার। শিশু শ্রম থেকে বের করে প্রায় ৫শ জনকে স্কুলে ভর্তি করার উদ্যোগ ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর গ্রহণ করেছে। চাকুরী বাজার ও নিয়োগ দাতাদের অন্তত ১ জন শিশুকে পড়াশোনার দায়িত্ব নিতে পারলে তারা একদিন প্রকৃত শিক্ষা অর্জন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবে। মনে রাখবেন ১৪ বছরের নিচে কোন শিশুকে নিয়োগ দেয়া আইনত দন্ডনীয় অপরাধ। ওয়ার্ল্ড ভিশন শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার বড় একটি চ্যালেঞ্জ গ্রহণ করেছে সে ব্যাপারে সকলের সহযোগিতা প্রয়োজন। পরিবর্তনটা আমাদের নিজেদের থেকেই আসতে হবে। তাহলে শিশু শ্রম মুক্ত একটি সুন্দর আমরা গড়তে পারি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ইউএনও’র বিদায় ও নতুন ইউএনওকে বরণ

জুয়া খেলার দায়ে যুবলীগ নেতাসহ আটক-২

জুয়া খেলার দায়ে যুবলীগ নেতাসহ আটক-২

ঠাকুরগাঁওয়ে হচ্ছে বিসিক খাদ্য প্রক্রিয়াজাত করণ শিল্পনগরী । ২৫ হাজার লোকের কর্মসংস্থান –নারীদের জন্য বিশেষ প্লট !

রানীশংকৈলে বেকারির কারখানায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আটোয়ারীতে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কাহারোলে কান্তজীউ বিগ্রহ নৌবিহারে রাজবাটীর উদ্দেশ্যে যাত্রা

বীরগঞ্জে দিন্যব্যাপী অ্যালামনাই এসোসিয়েশন সেমিনার অনুষ্ঠিত

বোচাগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আফছার আলীকে সংবর্ধনা

বীরগঞ্জে পৌর বিল্ডিং কোড অমান্য করে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

দিনাজপুরে মধ্যরাতে ট্রাক নিয়ে গরু ডাকাতি,অবশেষে পুলিশের হাতে ধরা