সোমবার দিনাজপুর ইকবাল হাই স্কুলের হলরুমে রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন পাহাড়পুর সদর দিনাজপুরের আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তর এর সহযোগিতায় “বাল্য বিবাহ নিরোধ ঘন্টা” উদ্ভাবনীর উদ্যোগের আওতায় স্কুল পর্যায়ে সচেতনতামূলক সভা ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।
রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি রুমাইয়া সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে কেয়ার অফিসার রেজমিন সারমিনাজ ইসলাম, ইকবাল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোস্তাক আহম্মেদ সিদ্দিকী, আরডিও গ্রন্থাগারের সাধারন সম্পাদক মোঃ রায়হানুল ইসলাম, স্কুলের সহকারী শিক্ষক বিনা খাতুন। বক্তারা বলেন, “আগে শিক্ষা পরে বিয়ে, আঠারো/একুশ পার হয়ে” মনে রাখবেন বাল্য বিবাহ একটি অভিশাপ। এর পরিণতি ভয়াবহ। বাংলাদেশে বর্তমানে বাল্য বিবাহ প্রতিরোধ আইনে সর্বোচ্চ সাজা দুই বছর। এবং জরিমানা সর্বোচ্চ ৫০ হাজার টাকা ধার্য করা হয়েছে। যা একটি প্রশংসনীয় উদ্যোগ। তবে আইন দিয়ে বাল্য বিবাহ প্রতিরোধ করা সম্ভব নয়, চাই সামাজিক আন্দোলন। এসময় উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক নুরে জান্নাত, মাজেদুর রহমান, জহির রায়হান, মঞ্জুরুল ইসলাম, দেবার্ষি বসাক, টংক নাথ রায়, আব্দুল কুদ্দুস, হাসুকি অধিকারী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন স্কুলের সহকারী শিক্ষক রণজিৎ দাস গুপ্ত। শেষে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শদ আলী খান শিক্ষার্থীদের শপথ পাঠ করান।