বুধবার ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার রনশিয়া চন্দ্রা গ্রামে এইচকে বহুমুখী খামারের আয়োজনে এইচকে অণুজীব সার প্রকল্প এর শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এইচকে অণুজীব সার প্রকল্প এর শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সিরাজুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর অঞ্চল টেকসই কৃষি এর প্রকল্প পরিচালক কৃষিবিদ আবুরেজা মোঃ আসাদুজ্জামান ও পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লায়লা আরজুমান। উক্ত অনুষ্ঠানে এইকে বহুমুখী খামারের সত্ত¡াধিকারী মোঃ আজাহারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, স্থানীয় কৃষক বৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। উক্ত প্রকল্পের সত্ত¡াধিকারী মোঃ আজাহারুল ইসলাম চৌধুরী জানান কোনো প্রকার রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করিনা। আমরা অণুজীব সার তৈরী করি। আমাদের সার বিষ মুক্ত। আমাদের সারের নাম এইচকে অণুজীব সার। মালটা, কুশিয়ার, কমলা, পেপের বাগান সহ অনেক কিছু চাষাবাদ করছি।