শনিবার , ৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি-জামাতের তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল -হুইপ ইকবালুর রহিম

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ৯, ২০২৩ ১১:১৩ অপরাহ্ণ

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, দিনাজপুর পৌর মেয়রের দুর্ণীতির কারনে পৌরসভার কোন উন্নয়ন হয়নি। কোটি কোটি টাকা এই পৌরসভার উন্নয়নের জন্য আসলেও তার দুর্নীতির কারনে তা ফিরে গেছে। এখন আর তা হবে না। পৌরবাসী কষ্টে থাক বঙ্গবন্ধু কন্যা তা চায় না।আওয়ামীলীগ সরকার তা চায় না। তাই দিনাজপুর পৌরসভার সকল উন্নয়ন কাজ সমাপ্ত করার জন্য ৪০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন শেখ হাসিনা।
তিনি বলেন, বিএনপি মানুষকে কষ্ট দিয়ে রাজনীতি করেন। মানুষের কল্যান হউক তা তারা চায় না। বিএনপি-জামাতের সেই তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ যে পরিমান উন্নয়ন ও অগ্রগতির চাকাকে বাড়িয়েছেন তা দেখে বিশ্বনেতারা শেখ হাসিনার প্রসংসা করছেন।
শনিবার ৮৭লাখ টাকা ব্যয়ে দিনাজপুর পৌর শহরের চৌরঙ্গী মোড় হইতে বড়বন্দর হরিসভা মোড় পর্যন্ত বিটুমিনাস কার্পেটিং দ্বারা রাস্তা নির্মাণ, ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর পৌর শহরের রামনগর মোড় হইতে ইন্দ্রার মোড় পর্যন্ত বিটুমিনাস কার্পেটিং দ্বারা রাস্তা নির্মাণ ও ৫৭লাখ টাকা ব্যয়ে দিনাজপুর পৌর শহরের ঘাসিপাড়া ভেটেনারী ডাক্তারের বাড়ী হতে ক্রাউন ইলেট্রনিক্স এর বাড়ী হয়ে সুকুমারের বাড়ী পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেন নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
এসময় বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম খান, পৌর আওয়ামীলীগের সভাপতি শামীম আলম সরকার বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মমিনুল ইসলাম, পৌর কাউন্সিলর জুলফিকার আলী স্বপন, আশ্রাফুজ্জামান বাবু, মাকসুদা পারভীন মিনা, জেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, পৌরযুবলীগের সভাপতি মোঃ আশরাফুল আলম রমজান, মা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী শেখ মোঃ শাহ আলম প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন পৌর ও সদর উপজেলা আওয়ামীলীগ,পৌর কাউন্সিলরবৃন্দ, আওয়ামীলীগের অঙ্গযোগি সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৭ দফা দাবিতে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ দিনাজপুরের প্রস্তুতিমূলক সভা

আটোয়ারী উপজেলা সদরকে সুরক্ষিত রাখতে সিসিটিভি ক্যামেরা স্থাপন

খানসামায় কোরবানিকে নিয়ে কটুক্তি করায় যুবক আটক

বোদায় মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ষ্ট্যান্ড কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সবজি চাষে বিপ্লব, দাম নিয়ে হতাশ চাষিরা

ঠাকুরগাঁওয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

পঞ্চগড়ে আহমদিয়া সম্পদায়ের সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভে নিহত আরিফের লাশ ১২৯দিন পর কবর থেকে উত্তোলন

দিনাজপুরে শিশু হত্যায় একজনের যাবজ্জীবন কারাদন্ড