শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে ভূমি রেকর্ড সংক্রান্ত হয়রানি থেকে বাঁচার জন্য মানববন্ধন ও স্মারকলিপি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ১৪, ২০২৪ ১১:০৫ পূর্বাহ্ণ

দিনাজপুরে ভূমি রেকর্ড সংক্রান্ত হয়রানি থেকে মুক্তির জন্য জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সদর উপজেলার শশরা ইউনিয়নের ভবাইনগর মৌজার নির্যাতিত ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা মঙ্গলবার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যদের মধ্যে মোঃ রেজাউল ইসলাম তার বক্তব্যে বলেন, দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিস ও উপজেলা সেটেলমেন্ট অফিস এর কিছু অসাধু কর্মকর্তা অর্থের বিনিময়ে প্রকৃত জমি মালিকদের নামে জমি রেকর্ড না করে, ভূমি দস্যুদের নামে রেকর্ড করিয়েছেন। ভুক্তভোগী পরিবারগুলোর আকুল আবেদন তাদের সমস্যা সমাধান না করে যেন রেকর্ড চূড়ান্ত না করা হয়। জোনাল অফিসের কিছু কর্মকর্তা প্রকৃত মালিকদের হয়রানি অব্যাহত রেখেছেন। পরিবার প্রায় ৫ শতাধিক ভুক্তভোগী পরিবার এই হয়রানির হাত থেকে বাঁচার জন্যে প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসক মাধ্যম একটি স্মারকলিপি প্রদান করেন।
আমরা জমি ক্রেতার ৩য় প্রজন্ম উক্ত সমস্যা সমাধানের জন্য আপনার সুদৃঢ হস্তক্ষেপ কামনা করছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত