বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহনিয়ার নজির এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ, বোদা থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দীন, পৌর বিএনপির আহবায়ক আব্দুস সামাদ তারা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুল্লাহ আসাদ, বোদা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ্য রুবেল ইসলাম প্রমুখ।
দিবসটির তাৎপর্য তুলে ধরে অতিথিরা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শেষ দিকে যখন বুঝতে পারে তাদের পরাজয় নিশ্চিত, তখন বাঙালি জাতিকে মেধাশূন্য করার নীল নকশা তৈরি করে। এজন্য ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত আগ থেকে তালিকা করা এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে।
বোদায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় বালতির পানিতে পড়ে ঈষান চন্দ্র রায় নামের দেড় বছর বয়সী এক শিশু মারা যায়। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দুপুরে উপজেলার বেংহরী বনগ্রাম ইউনিয়নের বন্দরপাড়া গ্রামে। ঈষাণ এই গ্রামের সুর্যমহন এর ছেলে। পারিবারিক সুত্রে জানা যায় বাড়িতে খেলার ছলে ঈষাণ সবার অগোচরে টিউবয়েল পারে বালতি বোঝাই পানিতে পড়ে যায়। এ সময় তাকে অবচেতন অবস্থায় উদ্ধার করে বোদা সদর হাসাপাতালে নিয়ে আসলে কতব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে বেংহারী বনগ্রাম ইউ’পি চেয়ারম্যান সাহেব আলী পানির বালতিকে পড়ে এক শিশুর মৃত্যুর বিয়ষটি নিশ্চিত করেছেন।