শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে সবজির দাম কমায় ক্রেতাদের মুখে স্বস্তির হাসি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ২১, ২০২৪ ১২:৩৭ অপরাহ্ণ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌর খুচরা বাজারসহ আশপাশের বাজারগুলোতে সবজির দাম কমতে শুরু করেছে। দীর্ঘদিনের সবজির উচ্চমূল্যে বিপাকে থাকা সাধারণ মানুষ এখন কিছুটা স্বস্তি পাচ্ছেন। স্বল্প মূল্যে বিভিন্ন প্রকার সবজি কিনতে পেরে ক্রেতাদের মুখে ফুটেছে স্বস্তির হাসি।
বৃহস্পতিবার বীরগঞ্জ পৌর বাজার ও পাইকারি আড়ত ঘুরে দেখা যায়, দেশি নতুন পেঁয়াজ খুচরা বাজারে প্রতি কেজি ৬০ টাকা এবং পাইকারি আড়তে ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।
দেশি নতুন আলু খুচরা বাজারে প্রতি কেজি ৬০টাকা এবং আড়তে ৫৫টাকা এবং সাদা আলু (ডায়মন্ড) খুচরায় ৫০ টাকা এবং আড়তে ৪৫ টাকায় পাওয়া যাচ্ছে। ভালো মানের বেগুন খুচরা বাজারে প্রতি কেজি ৩০টাকা এবং আড়তে ২০ থেকে ২৫টাকায় বিক্রি হচ্ছে। শিম প্রতি কেজি খুচরায় ৪০ টাকা এবং আড়তে ৩৫টাকা। গাজর খুচরায় ৫০টাকা এবং আরতে ৪৫ টাকা। বাঁধাকপি এবং ফুলকপি খুচরায় প্রতি কেজি ২০টাকা এবং আড়তে ১৩ থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে। টমেটোর দাম প্রতি কেজি খুচরায় ৬০ টাকা এবং আড়তে ৫৫ টাকা। নতুন আদা খুচরায় ১২০ টাকা এবং আড়তে ১০০ টাকা। কাঁচা মরিচ প্রতি কেজি খুচরায় ৫০ টাকা এবং আড়তে ৪০ টাকা। মূলা প্রতি কেজি খুচরায় ১৫ টাকা এবং আড়তে ১০ টাকায় বিক্রি হচ্ছে।
পৌর বাজারের কাঁচামাল খুচরা বিক্রেতা মো. মোজাম্মেল হক জানান, সবজির সরবরাহ বাড়ার ফলে বাজারে দাম কমতে শুরু করেছে।
সুজালপুর ইউনিয়নের চাকাই গ্রামের ক্রেতা মো. নুরুল ইসলাম বলেন, ‘আগের চেয়ে সবজির দাম অনেক কমেছে, যা দেখে খুব খুশি লাগছে।’ সবজির দাম কমায় বাজারে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে। বিক্রেতারাও সন্তুষ্ট, কারণ বিক্রি আগের তুলনায় ভালো হচ্ছে। বাজারে এভাবে দাম সহনীয় থাকলে সাধারণ মানুষের জন্য এটি হবে বড় ধরনের স্বস্তির বিষয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে দিনাজপুরে শিশু শিক্ষার্থীদের প্রতিবাদ

বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৮জন গ্রেপ্তার

নদীর দুই পারের মানুষের ভরসা ‘বাঁশের সাঁকো’

কাহারোল থানায় ওপেন হাউস-ডে অনুষ্ঠানে- দিনাজপুর পুলিশ সুপার এ দেশে ফ্যাসিস্টদের কোনো স্থান নেই।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর:ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের মানববন্ধন

নারী হোটেল শ্রমিককে কুপিয়ে হত্যা ঘটনায় পরকীয়া প্রেমিক গ্রেফতার

সেতাবগঞ্জ পৌরসভাকে ভ্যান গাড়ী উপহার দিলেন শহীদপাড়া যুব সংঘ

দিনাজপুরে সংবাদ সম্মেলনে স্বামী-সন্তানসহ নিজ জীবনের নিরাপত্তা দাবী অসহায় স্কুল শিক্ষিকা লাবনী আক্তার মালার

অসুস্থ পত্রিকা বিক্রেতা ইদ্রিসের পরিবারকে আর্থিক সহায়তাসহ ঈদ উপহার

চাঞ্চল্যকর অপহরণ মামলার আসামী দিনাজপুরে গ্রেফতারসহ ভিকটিম উদ্ধার