শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে মানববন্ধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ২৭, ২০২৪ ১০:৩৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের সমন্বয়ে গঠিত সংগঠন ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর উদ্যোগে বৃহস্পতিবার দিনাজপুর প্রেসক্লাবের সম্মুখ সড়কে সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচী পালিত হয়। প্রশাসন ক্যাডার বাদে বাকি ২৫টি ক্যাডারের কর্মকর্তারা এই কর্মসূচিতে অংশ নেন।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে বিসিএস ২৫ ক্যাডারের বিভিন্ন ব্যাচের কর্মকর্তাবৃন্দ জানান, প্রশাসন ক্যাডার ব্যাতিত বাকি ক্যাডারগুলো দীর্ঘ সময় ধরে নানাভাবে বৈষম্যের বেড়াজালে আটকে রাখা হয়েছে।তাদের মাথার উপরে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা বসে থাকেন এবং আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি করেন এতে স্বাধীনভাবে কাজ করতে সমস্যা হয়।
তারা জানান, তারা নানাভাবে প্রশাসন ক্যাডার কর্তৃক দীর্ঘ সময় ধরে বৈষ্যমের স্বীকার হয়ে আসছেন। তাদেরকে সঠিক সময়ে প্রোমোশন দেয়া হয়না, উপরে গ্রেডেশান নেয়, কোন কোন ক্যাডারের প্রমোশন কখনো ১২ বছর পর্যন্ত বিলম্ব করে রাখা হয়। গ্রেডেশান এর ক্ষেত্রে একজন বিসিএস ক্যাডার হয়েও ৪র্থ গ্রেড থেকে বিদায় নিতে হয়। বিগত সময় ধরে চলে আসা আমলাতান্ত্রিক সর্বগ্রাসী এবং নেতিবাচক সিদ্ধান্তের কারনে আজ দেশের প্রতিটি খাত ধ্বংস করা হয়েছে। অথচ এই যে ২৫টি ক্যাডার তারা তাদের নিজ নিজ মন্ত্রনালয়ের নীতি নির্ধারনী পর্যায়ে না থাকার কারণেই স্বাধীনভাবে কাজ করতে পারেন না বলেই আজ দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস, প্রাণি সম্পদ, পুলিশসহ সকল খাতগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে।
তাই উপস্থিত ২৫ ক্যাডারের কর্মকর্তাবৃন্দ দেশের প্রতিটি সেক্টরকে ধ্বংসের হাত থেকে উদ্ধার এবং জনগণকে তার প্রকৃত সেবা নিশ্চিত কল্পে নি¤েœাক্ত দাবীকৃত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেনঃ (১) সকল ক্যাডারের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করে সমতা নিশ্চিত করা। (২) কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং নিজ নিজ চৌকশ ক্যাডার অফিসার দিয়ে চালাতে হবে। (৩) জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূতকরণ বন্ধ করতে হবে এবং ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর সাথে কোনো রকম আলোচনা ছাড়া এমন সিদ্ধান্ত তারা মেনে নেবেন না। (৪) সকল প্রকার কোটা-বৈষম্য তুলে দিয়ে মেধার ভিত্তিতে সরকারের উপসচিব পদে যোগদান নিশ্চিত করার জন্য তা শতভাগ উন্মুক্ত করে দিতে হবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে সকল ক্যাডারের কর্মকর্তাদের এ বিষয়ে সমান সুযোগ দিতে হবে। (৫) ওয়ারেন্ট অব প্রিসিডেন্স এ প্রতিটি ক্যাডারের মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সিনিয়র কনসালটেন্ট, মেডিসিন ডা. ওয়াহেদুল হক, দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রফেসর মো. আনোয়ারুল ইসলাম,সহকারী অধ্যাপক (বাংলা বিভাগ) মো. জহিরুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রভাষক মো. আব্দুল মোমেন, জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক পুরবী রানী রায়, জেলা ভেটেরিনারি অফিসার ড. আশিক আকবর তৃষা, চিরিরবন্দর উপজেলা প্রাণিসম্পদ অফিসার কৃষিবিদ মোঃ রায়হান আলী এবং কাহারোল উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ আবু সরফরাজ হোসেন প্রমুখ।
ফুলবাড়ীতে স্বাস্থ্য ক্যাডার
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমাতে জনপ্রশাসন সংস্কার কমিশনের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে মানবন্ধন করেছেন বিসিএস স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তারা।
বৃহস্পতিবার বেলা ১১টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্স চত্বরে ব্যানার হাতে দাড়ীয়ে বিসিএস হেলথ ক্যাডার এসোসিয়েশন এর ব্যানারে এ মানববন্ধন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাকিম আহমেদ মাহিন, মেডিকেল অফিসার ডা. সাবরিয়া ইয়াসমিন, ডেন্টাল সার্জন ডা. সাজেদুল ইসলাম প্রমুখ।
এসময় তারা বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি, সংস্কারের নামে অপসংস্কার করা হচ্ছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির অপচেষ্টা ও সরকারের উপসচিব পদে কোটা “মানি না, মানব না”।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মসজিদে যদি পাহারার প্রয়োজন না হয়, তাহলে হিন্দু ভাইদের মন্দিরে পাহারার প্রয়োজন হবে কেন দিনাজপুরে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

হরিপুরে যুব সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্টিত

বোচাগঞ্জ থানার ময়লার ভাগার হতে গু’লি উ’দ্ধার

পীরগঞ্জে সাংবাদিক রাজার স্বরণে সড়ক নাম করণের দাবীতে স্বারক লিপি

বোচাগঞ্জে খ্রিষ্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় নৌ প্রতিমন্ত্রীর

বোদায় মহিলা দলের বর্ধিত সভা

বোদায় মহিলা দলের বর্ধিত সভা

চুরির গরু বিক্রির জন্য ট্রাক ভাড়া করে ২ চোর, কৌশলে ধরিয়ে দিলেন চালক

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জটিল রোগে আক্রান্ত ২৮ জন ব্যক্তিদের মাঝে ১৪ লাখ টাকা চেক বিতরণ করা হয়।

হরিপুরে পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত

পার্বতীপুরে খোলা জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ