বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুর-২ আসনের নৌকা মার্কার প্রার্থী নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বোচাগঞ্জ উপজেলার বসবাসরত খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষদের সাথে শুভেচ্ছা বিনময় করেন।
২৫ ডিসেম্বর সন্ধ্যায় বোচাগঞ্জ আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে বোচাগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে বড়দিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় প্রধান অতিথি নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বর্তমানে দেশে সকল ধর্মের মানুষ স্বাধীন ভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করছে। আমরা সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা দিতে পেরেছি।
বোচাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি বাবু অশেষ কুমার রায়ের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ধর্মীয় নেতা সুরঞ্জয় বারই, খ্রিষ্ট্রান এসোসিয়নের সভাপতি ক্ষিরত রায়, সিষ্টার সীমা রোজারিও প্রমুখ। এসময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, বোচাগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক স্বাধীন চন্দ্র রায় উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি কেক কাটেন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।