পীরগঞ্জে (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানবতার আলো নামে প্রতিষ্ঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ল্যাম্পপোস্টের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে একটি এতিমখানার শিক্ষার্থীদের ১৫টি লেপ ও ৮টি তোষক প্রদান করা হয়েছে। শনিবার বিকালে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় শহীদ মিনার চত্ত্বরে এসব লেপ ও তোষক দেওয়া হয়। পরে পৌর শহরের ল্যাম্পপোস্ট টাওয়ারের তৃতীয় তলায় সংগঠনটির প্রধান কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ সময় সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল মহিউদ্দিন জনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফারুক হোসেন, জয়িতা নাহিদ পারভিন রিপা, ল্যাম্পপোস্টের কোষাধ্যক্ষ সবুজ রানা প্রমুখ। শেষে মাদক ও জঙ্গী বিরোধী ল্যাম্পপোস্টের চলমান গণস্বাক্ষর কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করে গণস্বাক্ষর করেন অতিথিরা।