কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোল উপজেলা আমিন কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি মোঃ মোনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মোঃ জাহাঙ্গীর আলম ভোটে নির্বাচিত হয়েছেন। গতকাল রবিবার (৫জানুয়ারী’২৫) দিনাজপুরের কাহারোল উপজেলা দলিল লেখক সমিতির কার্যালয়ের সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৩৪ জন ভোটারের মধ্যে ৩৩ জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনার কমিটির প্রধান মোঃ মমির উদ্দীন ও মোঃ মজিবর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোঃ মোনোয়ারুল ইসলাম ২৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয় এবং তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ আমিনুল ইসলাম পেয়েছেন ৬ ভোট। মোঃ জাহাঙ্গীর আলম ১৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয় এবং তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ মামুনুর রশিদ (নজর আলী) পেয়েছেন ১৪ ভোট।