সোমবার , ৬ জানুয়ারি ২০২৫ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কাহারোলে জামায়াতের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ৬, ২০২৫ ১০:২০ অপরাহ্ণ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোল বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে গত (০৫ জানুয়ারী’২৫) শুক্রবার উপজেলা আল-আজহার ইসলামি একাডেমী প্রাঙ্গনে শীতার্ত দেরমাঝে (কম্বল) বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার শাখার কর্ম পরিষদ সদস্য, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি কাহারোলের কৃতি সন্তান, ছাত্রনেতা জনাব জাকিরুল ইসলাম। এই সময় তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এই হাড় কাপানো ঠান্ডায় অসহায় প্রান্তিক হতদরিদ্র মানুষের পাশে সমাজের বিত্তবানদের দ্বারানো উচিৎ, তিনি আরো বলেন, সমাজের অনেক সমাজ সেবক , গরীব মেহনতি মানুষের বন্ধু এই রকম বুলি শোনা যায় কিন্তু বাস্তবে দেখা যায় না। তাই আমি বলবো কথা না বলে কাজে প্রমাণ দিন মানুষের পাশে দ্বারান। এই সময় তিনি উপজেলার অসহায়, হতদরিদ্র ১৫০ জনের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন। এছাড়াও আরো উপস্থিত ছিনে জেলা জামায়াতের সূরা সদস্য, কাহারোল উপজেলা আমীর মাওলানা তরিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক সহ উপজেলা জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও