বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি॥- দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি দেশে অরাজকতা ও অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। যাদের জন্ম ক্যান্টনমেন্ট থেকে, যারা অস্ত্র দিয়ে ক্ষমতা দখলে অভ্যস্ত, তারা গণতন্ত্রের কথা বললে গণতন্ত্রকেই অপমান করা হয়। আর আগামী ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনার কোন বিকল্প নাই।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার (১১ ফেব্রুয়ারি ২০২৩) বিকেলে কাহারোল উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ‘শান্তি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় এমপি গোপাল আরও বলেন, বিএনপির প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছেন। কারণ তারা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় এতিমের টাকা আত্মসাৎ করেছে। তিনি বলেন, বিএনমপি ক্ষমতায় থাকাকালীন দেশে অরাজকতার রাজনীতি করেছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী দেশ পরিচালনায় দেশের মানুষ শান্তিতে বসবাস করছে। আওয়ামী লীগের বিকল্প এখনও কেউ হয় নাই। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।
রামচন্দ্রপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সুশীল চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এম ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বাবুল, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখা সভাপতি মোঃ কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাবলীগ সভাপতি মোহাম্মদ আসিফ রেজা রুবেল।
এসময় আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।