বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বীরগঞ্জে দুই সন্তানের জননী নিখোঁজ থানায় অভিযান দায়ের। উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের বড়করিমপুর গ্রামের দুই সন্তানের জননী লিটনের স্ত্রী বাড়ি থেকে উধাও। ২৫ এপ্রিল, রবিবার পর্যন্ত অনুসন্ধান করার পরেও এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। পারিবারিক সূত্রে জানা যায়, মোছাঃ নাছিমা বেগম (২৬) তার একটি কন্যা সন্তান মোছাঃ লামিয়া আক্তার (৬) সকাল আট ঘটিকায় বাড়িতে কাউকে কোনো কিছু না বলে বাড়ি হতে বের হয়ে যায়। তিনি মোঃ লিয়াকত হোসেন লিটন (৩৫) এর স্ত্রী। নাছিমা বেগম বাড়ি হতে পলায়নের সময় তিনি সাথে তার মেয়েকে সঙ্গে নিয়ে যায়। তার পরনে ছিল হলুদ রং এর ফরক, গায়ের রং ফর্সা, মুখের আকৃতি গোলাকার। এখন পর্যন্ত বাড়ির লোকজন সহ আত্মীয়স্বজন খোঁজ খবর করছে।লিয়াকত হোসেন এর সন্দেহ যে তার স্ত্রী ও সন্তান তার শশুড় বাড়িতে গোপন ভাবে অবস্থান করছে। স্বামী লিয়াকত হোসেন ও তার স্ত্রী-সন্তান নিয়ে এখন চিন্তিত হয়ে পড়েছেন। এ বিষয়ে মুঠোফোনে তার শশুড়ের সাথে যোগাযোগ করলে তার শশুড় জানান, আমাদের বাড়িতে আসেনি আমরাও বিভিন্ন জায়গায় খোজঁ খবর করছি। যদি খুজে পাই তাহলে জানাবো।