দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে শীতার্ত অসহায় রোগীদের জন্য এনসিসি ব্যাংক পিএলসি, দিনাজপুর শাখার উদ্যোগে কম্বল প্রদান করা হয়েছে।
বুধবার দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন সম্মেলন কক্ষে এনসিসি ব্যাংক পিএলসি, দিনাজপুর শাখা ব্যবস্থাপক মো. কামাল হোসেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ এর নিকট কম্বল হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডাঃ মোহাম্মদ জিয়াউল হক, কার্য নির্বাহী সদস্য ডাঃ মো. গোলাম গাউস মন্টু, ডাঃ মো. হাফিজুল ইসলাম, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট এর পরিচালক ডাঃ সুধা রঞ্জন রায়, জিয়া হার্ট ফাউন্ডেশন-এর আজীবন সদস্য মো. মামুনুর রশীদ চৌধুরী, মো. জুয়েল, ডাঃ মো. মোস্তফা সরকার, জজ কোর্টের জিপি এ্যাড. মোল্লা মো. সাখাওয়াত হোসেন প্রমুখ।
অসহায় শীতার্ত রোগীদের জন্য শীতবস্ত্র (কম্বল) গ্রহণকালে জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ বলেন, অসহায় শীতার্ত রোগীদের জন্য এনসিসি ব্যাংকের কম্বল প্রদান একটি মহৎ কাজ। তিনি আরও বলেন, অসহায় মানুষকে পিছনে ফেলে সমাজের কোন ভাল কাজ সম্ভব নয়। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো পরম ধর্ম। শীত মৌসুমে সমাজের বিত্তশালীসহ সকলের উচিত অসহায় গরিব-সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। তাই মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণের জন্য সমাজের বিত্তশালীদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত। অনুষ্ঠানে জিয়া হার্ট ফাউন্ডেশনের অসহায় রোগীদের জন্য এনসিসি ব্যাংক, পিএলসি দিনাজপুর শাখা ৫০টি কম্বল প্রদান করেন।