ডাকাতির প্রস্তুতিকালে দিনাজপুর-দশমাইল মহাসড়কে দেশীয় ধারালো অস্ত্রসহ পাঁচজন ডাকাত দলের সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।
বুধবার দিবাগত রাত ২টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের কর্নাই কাটাপাড়া ব্র্যাক আটা মিলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন-দিনাজপুর সদর উপজেলার মৃত আব্বাস আলীর ছেলে রুবেল হোসেন (৪০),উত্তর গোসাইপুর গ্রামের মৃত তোফাজ্জলের ছেলে মো. জাহিদুল (৩২), উত্তর বংশিপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. আনারুল ইসলাম(৪০),ভবানীপুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে মো. সিয়াম হোসেন (২৪) ও মেদ্দাপাড়া গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে মো. সজল ইসলাম (২৫)।
বৃহস্পতিবার দুপুরে প্রেস বিফ্রিং করে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।
পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ এসময় আরও বলেন, গ্রেফতাররা সবাই ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।এসময় দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে কাঠের হাতলওয়ালা একটি চাইনিজ কুড়াল, তিনটি বিভিন্ন ধরনের লম্বা চুরি, একটি হাঁসুয়া, দুটি টর্চলাইট, দুটি লাইলনের রশি ও একটি পুরাতন লাল রঙের গামছা উদ্ধার করা হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের কয়েক গ্রæপের প্রায় সংঘর্ষ বেঁধে যায়। আটক মুসার নামে ৯টি ও তার সহযোগী শাহাজাহানের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।