মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে “কম্পিউটেশন অ্যান্ড ম্যাটেরিয়াল সায়েন্স” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ২১, ২০২৫ ১১:০৩ পূর্বাহ্ণ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর ব্যবস্থাপনায় হাবিপ্রবির রসায়ন, কৃষি রসায়ন, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলোজি, ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভিন্ন পর্যায়ের ৩০ জন শিক্ষকবৃন্দের জন্য “কম্পিউটেশন অ্যান্ড ম্যাটেরিয়াল সায়েন্স” শীর্ষক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা রবিবার থেকে শুরু হয়েছে। সকাল ৯.৩০ টায় আইকিউ এসি’র কনফারেন্স রুমে উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা, বিশেষ অতিথি ছিলেন প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো.শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক কৃষিবিদ প্রফেসর ড. সাইফুল হুদা এবং সঞ্চালনা করেন এগ্রিকালচারাল কেমিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাজেদুর রহমান। রিসোর্স পার্সন ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া সায়েন্স রিসার্চ সেন্টারের সিনিয়র সাইন্টিফিক অফিসার মো.খাইরুল ইসলাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এসোসিয়েট কাশফিয়া আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা বলেন, প্রশিক্ষণ কর্মশালাটি সম্প‚র্ণ একটি টেকনিক্যাল বিষয়, যা হাতে কলমে কম্পিউটারের মাধ্যমে প্রদান করা হবে। গবেষণা ক্ষেত্রে কম্পিউটেশন কেমিস্ট্রি ও ম্যাটেরিয়াল সায়েন্স বর্তমানে খুবই পপুলার। আমাদের মতো যেসব দেশে এক্সপেরিমেন্টাল ওয়ার্ক করা ও মানসম্পন্ন পেপার পাবলিশ করার সুযোগ সুবিধা কম, সেক্ষেত্রে কম্পিউটেশন কেমিস্ট্রি ও ম্যাটেরিয়াল সায়েন্স এর উপর আমরা যদি যথাযথ প্রশিক্ষণ প্রদান করতে পারি, এটি আমাদের অনেক কাজে আসবে। কম্পিউটেশন বিষয়টি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিসহ সব কিছুতেই কম বেশি আছে। বাংলাদেশে এটিকে পপুলার করতে পারলে আমাদের গবেষণা ক্ষেত্র অনেকটা সমৃদ্ধ হবে, ফলে আমাদের বিশ্ববিদ্যালয় ও দেশ এগিয়ে যাবে।
উল্লেখ্য, কম্পিউটেশন অ্যান্ড ম্যাটেরিয়াল সায়েন্স এমন একটি শাখা যেখানে কম্পিউটার ভিত্তিক পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন উপাদানের (সধঃবৎরধষং) গঠন, বৈশিষ্ট্য এবং আচরণ বিশ্লেষণ করা হয়। এটি ম‚লত পদার্থবিদ্যা, রসায়ন, গণিত এবং কম্পিউটার বিজ্ঞানের সংমিশ্রণে গঠিত একটি আন্তঃবিভাগীয় গবেষণাক্ষেত্র। এর প্রধান দিকসম‚হ হলো বিভিন্ন উপাদানের গঠন বিশ্লেষণ, বৈশিষ্ট্য নির্ণয়, উন্নত উপাদান ডিজাইন, গাণিতি কমডেলিং ও সিমুলেশন, ন্যানো প্রযুক্তি ও বায়ো ম্যাটেরিয়াল গবেষণা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে এনসিপি’র উপজেলা কার্যালয় উদ্বোধন

বোচাগঞ্জে ভুয়া ডাক্তারের জেল-জরিমানা

টিকা নেওয়ার পরেও সাংবাদিক রমজান আলী ও তার স্ত্রী করোনায় আক্রান্ত।

দিনাজপুরে সংবাদ সম্মেলনে স্বামী-সন্তানসহ নিজ জীবনের নিরাপত্তা দাবী অসহায় স্কুল শিক্ষিকা লাবনী আক্তার মালার

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে মারপিটের অভিযোগে মামলা — আটক–২

পীরগঞ্জে নির্বাচনী সহিসংতায় ১৪৬৭ জনের বিরুদ্ধে ৩টি মামলা

বোচাগঞ্জ উপজেলার ৩নং-মুর্শিদহাট ইউনিয়ন পরিষদেও প্রস্তাবিত বাজেট ঘোষনা

শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে …রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

আঞ্জুমান মুফিদুল ইসলাম এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালিত

পীরগঞ্জে কৃষি প্রণোদনা হসিবেে বীজ ও সার বতিরণ