মঙ্গলবার , ২৩ মার্চ ২০২১ | ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গা: কুতুপালং শিবিরে অগ্নিকাণ্ডে অন্তত সাত জন নিহত, এখনো উড়ছে ধোঁয়া

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ২৩, ২০২১ ৪:৩৪ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ডে শত শত বাড়িঘর পুড়ে যাওয়ার ঘটনায় অন্তত সাত জন মারা গেছে বলে জানিয়েছে দমকল বাহিনী।দমকলের চট্টগ্রাম নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে যে, রাত একটার পর আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো ধোঁয়া উড়ছে এবং সেখানে দমকলের তিনটি ইউনিট এখনো কাজ করছে।”আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো অনেক জায়গা থেকে ধোঁয়া উড়ছে। আমাদের টিমগুলো এখনো ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয়রা তাদের ঘর পরিষ্কার করার কাজ শুরু করেছে,” ওই ক্যাম্প থেকে জানাচ্ছিলেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ।তবে তিনি বলছেন হতাহতের সংখ্যা নির্ধারণ কিংবা এই আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপনে তদন্ত কমিটি কাজ করবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত