বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে ৫দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার রাতে উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয় চত্বরে ৫দিন ব্যাপি কাব ক্যাম্পুরীর সমাপনী ও মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও বাংলাদেশ স্কাউটস বিরল উপজেলা শাখার সভাপতি ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে এবং বাংলাদেশ স্কাউট বিরল উপজেলা শাখার যুগ্ম-সম্পাদক গুলনাহার খানম ও ইউনিট লিডার মতিয়ার রহমান যৌথ সঞ্চালোনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার চৈতন্য কুমার রায়, উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, বাংলাদেশ স্কাউটস এর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক সৈকত হোসেন, বাংলাদেশ স্কাউট দিনাজপুর জেলা শাখার সাবেক সম্পাদক আনিছুজ্জামান মিলন, বাংলাদেশ স্কাউট বিরল উপজেলা শাখার কমিশনার হাসান আলী, বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউট বিরল উপজেলা সম্পাদক এ.কে.এম ইকরামুল হক।