‘তারুণ্যের উৎসব-২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে’ দিনাজপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২০২৫ শুরু হয়েছে। এতে দিনাজপুর জেলার ৬টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় বৈরি আবহাওয়ায় দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
এসময় জেলা প্রশাসক বলেন, নতুন বাংলাদেশ গড়া এবং তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর জন্য তরুণদের ভুমিকা অপরিসীম। সেই তরুনদের উজ্জীবিত করতে জুলাই-আগস্টে যে সকল তরুন রক্ত দিয়ে একটি পরিবর্তনের ধারা শুরু করেছে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। খেলোয়াড়দের উদ্দেশ্য করে তিনি বলেন, প্রত্যেক খেলোয়াড়কে খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে খেলতে হবে। প্রতিপক্ষকে তুচ্ছ তাচ্ছিল্ল করা যাবে না। কাউকে ব্যাঙ্গাত্ব করে কোন কথা না বলা। সুন্দর পরিবেশে খেলাধুলা করতে হবে। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় হতে হলে নিয়মিত ১৪-১৫ বছর চর্চা করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ম্যাজিষ্ট্রেটগন, জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. আকরাম হোসেন, বিসিবি নিযুক্ত দিনাজপুর জেলা ক্রিকেট কোচ মো. আনোয়ারুল ইসলাম সুমী, সাবেক ক্রিকেট খেলোয়াড় মিজানুর রহমান পাটোয়ারি বাবু, সাবেক কাবাডি খেলোয়াড় মো. কামরুজ্জামানসহ অংশগ্রহনকারী বিভিন্ন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষক, প্রাইম ব্যাংকের কর্মকর্তাবৃন্দসহ খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. আকরাম হোসেন জানান, প্রতিযোগিতায় ক এবং খ গ্রæপে দিনাজপুর জেলার ৬টি স্কুল অংশ গ্রহণ করেছে। স্কুলগুলো হচ্ছে- ‘ক’ গ্রæপে দিনাজপুর জিলা স্কুল, সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ। ‘খ’ গ্রæপে দিনাজপুর একাডেমি, দিনাজপুর কালেক্টট স্কুল এন্ড কলেজ ও পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়।
উদ্বোধনী খেলায় প্রতিদ্ব›িদ্বতা করে দিনাজপুর জিলা স্কুল বনাম চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ। খেলা পরিচালনা করেন আম্প্যায়ার কে টি মাসুম, মো. রতন ও স্কোরার নাজমুল।
দিনাজপুর জেলা ক্রিকেট কোচ মো. আনোয়ারুল ইসলাম সুমী জানান, দিনাজপুরে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকায় খেলা নির্ধারিত ওভার থেকে কমিয়ে ২০ ওভারে অনুষ্ঠিত হয়। তিনি আরো জানান, আগামী ২৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অন্যান্য স্কুলের খেলা শেষে পহেলা ফেব্রæয়ারি চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।