পীরগঞ্জ প্রতিনিধি : তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ‘‘ তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও পীরগঞ্জ সরকারি কলেজের যৌথ আয়োজনে পীরগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালা উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ বদরুল হুদা। এ সময় বক্তব্য রাখেন, অর্থনীতি বিভাগের সহযোগি অধ্যাপক মো. একরামুল হক, ইংরেজি বিভাগের সহযোগি অধ্যাপক এস এম রেজানুল্লাহ সরকার, প্রাণিবিদ্যার প্রভাষক খন্দকার আরশাদুল বারী, রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক প্রবীন চন্দ্র, রসায়নের প্রভাষক আকিব আশ শাহীদ সিদ্দিকী তারিফ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আরিফুল্লাহ প্রমুখ।
এ কর্মশালায় পীরগঞ্জ সরকারি কলেজের অনার্স ডিগ্রী পাশ ও উচ্চ মাধ্যমিক শ্রেণীর ৬৮ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। অংশগ্রহণকারীদের টাঙ্গন, ইছামতি, মহানন্দা, ব্রহ্মপূত্র, কপোতাক্ষ ও কর্ণফুলি- এ ৬টি নদ-নদীর নামে গ্রæপ ভুক্ত করা হয়। এর মাধ্যে টাঙ্গন গ্রæপ “জুলাই পরবর্তী বাংলাদেশ প্রশাসন ও পুলিশ- প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক কর্মশালায় ১০ দফা সুপারিশ, ইছামতি গ্রæপ “জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য ও গবেষনা” শীর্ষক কর্মশালায় স্বাস্থ্য বিষয়ে ৭ দফা, শিক্ষা বিষয়ে ৮ দফা ও গবেষনা বিষয়ে ৬ দফা সুপারিশ, মহানন্দা গ্রæপ “সামাজিক উন্নয়ন ও বর্তমান প্রেক্ষাপট” শীর্ষক কর্মশালায় ১৯ দফা সুপারিশ, ব্রহ্মপুত্র নদ গ্রæপ “সামরিক শক্তি ও বৈদেশিক নীতির প্রেক্ষিতে পরিবর্তিত বাংলাদেশ” শীর্ষক কর্মশালায় ১০ দফা সুপারিশ, কপোতাক্ষ নদ গ্রæপ “নতুন বাংলাদেশ বিনির্মানে অর্থনৈতিক ও প্রযুক্তিগত উৎকর্ষ সাধন” শীর্ষক কর্মশালায় ১০ দফা সুপারিশ ও কর্ণফুলি গ্রæপ “সুষ্ঠু নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের করনীয়” শীর্ষক কর্মশালায় ১০ দফা সুপারিশ পেশ করে।