সোমবার , ২৭ জানুয়ারি ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে নেসকো’র প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ২৭, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ

দিনাজপুরে নেসকো’র প্রি-পেইড মিটার বন্ধ এবং পুনরায় পোস্ট পেইড মিটার চালুর দাবিতে মানববন্ধন পালন করা হয়েছে। বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
রবিবার সকাল ১১টা হতে বেলা সাড়ে ১২টা পর্যন্ত দিনাজপুর শহরের সুইহারিস্থ দিনাজপুর নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই নেসকো (পিএলসি) কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে ১২ দফা দাবি সম্বলিত একটি আবেদন দিনাজপুর নেসকো পিএলসি’র পরিচালন ও সংরক্ষণ সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলি মোঃ মোছাদ্দেক কবিরের নিকট হস্তান্তর করা হয়। আবেদন গ্রহণ করে এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোঃ মোসাদ্দেক কবির।
মানববন্ধনে বক্তারা বলেন, এরই মধ্যে প্রি-পেইড মিটার খুলে নেয়ার জন্য জেলা প্রশাসক, দিনাজপুর নেসকো’র নির্বাহী প্রকৌশলি, সদর উপজেলার নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মানববন্ধন থেকে আগামী ১০দিনের মধ্যে প্রি-পেইড মিটার খুলে নেয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। অন্যথায় আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগি গ্রাহক আলহাজ্ব সোলায়মান মোল্লা, দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর রায়হান আলী খান তাজ, রোকেয়া বেগম লাইজু, জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মোঃ আবুল হোসেন, বিদ্যুৎগ্রাহক মোহাম্মদ আলম, মঞ্জুর আলম জুয়েল, দিনাজপুর বেসরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোঃ আনিসুজ্জামান মিলন, বিদ্যুৎগ্রাহক আব্দুস সালাম, আবু সাঈদ মজুমদার
প্রমূখ।
মানববন্ধনে দিনাজপুর বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির আহবায়ক সাবেক বক্সিন খেলোয়ার সাঈদ আহম্মেদ খান শাহিন, যুগ্ম আহবায়ক নুর আলম সোহেল, সঞ্জয় কুমার গুপ্ত, আব্দুল মজিদ মিয়া, সামিউল ইসলাম সুমন, সদস্য মোঃ সাকিল হোসেন, আক্তার, হৃদয়সহ বিভিন্ন এলাকার ৫ শতাধিক ভুক্তভোগি বিদ্যুৎ গ্রাহক অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চির নিদ্রায় শায়িত হলেন আব্দুল মতিন

ডাঃ নাসিমা জাহানের ‘রণাঙ্গনে বীরাঙ্গনা’ বইয়ের মোড়ক উন্মোচন

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে মন্দিরে ১৪৪ ধারা জারি

বাড়ি ফেরার পথে ট্রাকচাপায়  এনজিও কর্মী নিহত

বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় এনজিও কর্মী নিহত

বীরগঞ্জে স্পন্দন ফার্মেসী এন্ড ইনসুলিন কর্ণার উদ্বোধন করলেন মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবসে জেলা প্রশাসক শাকিল আহমেদ

অসহায় আ: খালেক সম্পত্তি উদ্ধার ও জানমালের নিরাপত্তার দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন

হরিপুরে কৃতি সংবর্ধনা ও নারী আত্মরক্ষামুলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে হরিপুরে আওয়ামী লীগের আনন্দ র‌্যালী অনুষ্ঠিত

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন হবে —হুইপ ইকবালুর রহিম