বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তর রাজস্ব খাতের আওতায় সপ্তাহব্যাপী অপ্রতিষ্ঠানিক গাভী পালন প্রশিক্ষণ কোর্স শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে বীরগঞ্জ উপজেলার বেইস মিতালি সভাকক্ষে উপজেলা যুব উন্নয়নের আয়োজনে সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণ শেষে ৩০ জনকে সনদপত্র বিতরণ করা হয়েছে।
বীরগঞ্জ যুব ফোরামের সভাপতি মোঃ নূরনবী ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জমির উদ্দিন মন্ডল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এরিয়া ম্যানেজার রবার্ট কমল সরকার।
বিশেষ অতিথি বলেন, যুবকরা অদম্য শক্তির অধিকারী আপনারা জাতির উন্নয়নে সার্বক্ষণ কাজ করছেন। আপনারা এই ট্রেনিং এর সীমাবদ্ধ থাকিও না, এটাকে কাজে লাগিয়ে গবাদি পশু পালনের মাধ্যমে শুরু করো। যুব ফোরামের এই মহৎ কাজের জন্য শুভেচ্ছা এবং সব সময় যুবকদের পাশে আছি।
প্রধান অতিথি বলেন, সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণ শেষে উদ্যোক্তার পাশাপাশি দেশের অর্থনৈতিক চালিকাশক্তি দ্রুত অগ্রগতির শিখরে পৌঁছাবেন। তারুণ্যের শক্তি জাতির অগ্রগতি আসলেই আপনারা সেটা বাস্তবায়ন করে দেখিয়েছেন যুবকদের দাঁড়ায়, শুধু দেশ নয় পৃথিবী পরিবর্তন করা সম্ভব।
বীরগঞ্জ যুব ফোরামের উদ্যোগে সপ্তাহ ব্যাপী গাভী পালন প্রশিক্ষণ শেষে, সনদপত্র বিতরণ করা হয়েছে।