দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে এক অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হয়েছে। দিনাজপুর কোতয়ালী থানার এসআই ও তদন্তকারী অফিসার রেজাউল করিম জানান, গত ২৪ এপ্রিল পার্বতীপুর থানাধীন হ্যাচারি মোড় রাস্তায় এই বৃদ্ধকে পড়ে থাকতে দেখে একই থানাধীন মোকলেসপুর গ্রামের মইজুদ্দিনের পুত্র মাহবুব রহমান স্থানীয় ফায়ার সার্ভিসের সহযোগিতায় পার্বতীপুর থানা কমপ্লেক্সে ভর্তি করায়। অবস্থার অবনতি ঘটলে থানা কমপ্লেক্স ওই দিনেই উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ওই দিনে রাত ১০:১৫ মিনিটে অজ্ঞাত নামা বৃদ্ধ মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দাযের হয়েছে। মামলা নং ৪৪, তারিখ ০২/৫/২৪। পুলিশ বলছে, এই ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাত মৃত ব্যক্তির পরিবারের সন্ধান করছে পুলিশ।