বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামের চৌধুরীপাড়ার মৃতঃ শিবলাল চন্দ্রের ছেলে মুচি জীবন চন্দ্র দাস (৩২) অভিযোগ করে জানায়, তার বড় ভাই লাল বাহাদুর (৫৫) এর ফসল খাওয়া ও ছাগল খোয়ারে দেয়াকে কেন্দ্র করে পাশ্ববর্তী বাড়ীর ছাগল মালিক একই গ্রামের মৃত বাবু লাল দাসের ছেলে বিশ্বনাথ (৩০) এবং তার স্ত্রী পার্বতী রানী(২৫) ক্ষেত মালিকের পরিবারের সাথে ঝগড়া বিবাদ বাধে। পরবর্তীতে এঘটনার জেরে গত ১৯ মার্চ শুক্রবার সকালে বিশ্বনাথ পূর্বপরিকল্পিতভাবে জীবনের শিশু কন্যা মেঘলা দাস জ্যোতি (৯)কে বাড়ীর সামনের রাস্তা থেকে ডেকে নিয়ে ঘরে অনেকক্ষণ আটকে রেখে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় আত্মচিৎকার টের পেয়ে শিশুটির মা সন্ধ্যা রানী ও আশপাশের প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে বাড়ির বাহিরে নিয়ে আসে। এসময় পুনরায় ঝগড়া- বিবাদ, হাতাহাতি ও টানা- হেচড়ায় শিশু কন্যা জ্যোতি সহ তার মা সন্ধ্যা আহত হলে এলাকাবাসীর সহযোগীতায় গ্রাম্য চিকিৎসকের চিকিৎসা গ্রহন করে। এ ব্যাপারে শিশু কন্যার বড় চাচা লাল বাহাদুর বীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছে এবং বাবা জীবন মুচি বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেছে বলে শিশুটির পরিবারের পক্ষ্য থেকে জানানো হয়। অপরদিকে প্রতিপক্ষ বিশ্বনাথও থানায় পৃথক একটি লিখিত অভিযোগ করেন। তবে বিশ্বনাথের অভিযোগটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট,নাটকিয় দাবী করে জীবন মুচি আরো জানায়, পূর্ব শত্রুতার জের ধরে বিশ্বনাথের স্ত্রী পার্বতী বিজ্ঞ আদালতে আবেদনের মাধ্যমে বাদীনি হয়ে বীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মিথ্যা মামলা দায়ের করে,যার নং-২১/১৯৬ তাং- ২৩/০৮/২০১৯ ইং। উল্লেখিত মিথ্যা মামলায় জেল- হাজত খাটা সহ বিশ্বনাথের বিভিন্ন প্রকার ভয়ভীতি, হুমকি- ধামকি ও হয়রানীর শিকার নিরীহ অসহায় জীবন মুচি নিরুপায় হয়ে সঠিক বিচার প্রার্থনায় বিচারকের দ্বারে দ্বারে ঘুরছে। এ ব্যাপারে জীবন ও তার পরিবারের সদস্যরা মিথ্যা মামলায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে চরম অনিশ্চয়তা ও অনিরাপত্তায় ভোগা সহ অনাহারে- অর্ধাহারে দিনাতিপাত করছে বলে জানান এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবী জানিয়ে মিথ্যা মামলার হয়রানী থেকে মুক্তি পেতে ও নিজেদের জান- মালের নিরাপত্তা এবং আইনগত সহায়তা চেয়ে তদন্ত কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।