শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে কালী মন্দিরের দেবোত্তর সম্পত্তি দখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ১০:২০ পূর্বাহ্ণ

ফুলাবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের ফুলবাড়ীতে কেন্দ্রীয় কালী মন্দিরের দেবোত্তর সম্পত্তি জবরদখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী ও সনাতন ধর্মাবলম্বীরা। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স¦রাষ্ট উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় হিন্দু স¤প্রদায়, মন্দির কমিটির সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় কালি মন্দির থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, মন্দির কমিটির সভাপতি জয় প্রকাশ গুপ্ত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারান দত্ত। এসময় মন্দির কমিটি অন্য সদস্যরাসহ শতাধিক হিন্দু ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ফুলবাড়ী কেন্দ্রীয় কালী মন্দিরের নামে উপজেলার ২নং আলাদিপুর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর মৌজায় ২৮৯/১৭৫ এবং ৬৫৫/৫৯৮ নং দাগে ২২২৯ নং দলিল মূলে মোট ২.৩৬ একর জমি রয়েছে। যা চাষাবাদের মাধ্যমে ভোগ দখল করে আসছিল মন্দির কমিটি। গত ৫ ফেব্রæয়ারি একই এলাকার মৃত মোতাহার হোসেনের ছেলে মো. আমিনুল ইসলাম লাঠিয়াল বাহিনী নিয়ে ওই জমি দখল করেন। এর আগেও তিনি জাল দলিল তৈরি করে জমি দখলের চেষ্টা করলে ২০১৯ সালের জানুয়ারি মাসে হাইকোর্টে তার বিরুদ্ধে একটি মামলা (৮৩/১৯ পিজে) দায়ের করে মন্দির কমিটি, যা এখনও চলমান। তাঁরা এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং দ্রæত দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।
এদিকে অভিযুক্ত আমিনুল ইসলাম অভিযোগ অস্বিকার করে নিজেকে বৈধ মালিক দাবি করে বলেন, বাপ-দাদার আমল থেকে বৈধ কাগজ পত্রের মাধ্যমে ওই জমি ভোগ দখল করে আসছি। দেশ স্বাধীনের পর থেকে তারা একাধিক মামলায় নি¤œ আদালত, উচ্চ আদালত এমনকি আপিলেও পরাজিত হয়েছে। বিগত আওয়ামী লীগ শাসনামলে ২০১৩ সালে স্থানীয় এমপির লোকজন দিয়ে তারা জমি দখল করেন। আমরা সেই জমি উদ্ধার করেছি মাত্র।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল বলেন, স্মারকলিপি পেয়েছি, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সমাজসেবক না হলে ভালো রাজনৈতিক হওয়া যায় না —-হুইপ ইকবালুর রহিম এমপি

পঞ্চগড়ের তালমা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আনসার কমান্ডারের খোঁজ মেলেনি দুই দিনেও

মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে হাবিপ্রবিতে মানববন্ধন

তফশীল ঘোষনা করে নির্বাচিত কমিটির হাতে ক্ষমতা হস্তান্তরের অনুরোধ ব্যবসায়ী নেতৃবৃন্দের

মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার”

মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার”

ঘোড়াঘাটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

আটোয়ারীতে আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বর্তমান সরকার নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলছেন …….রেলপথ মন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি

পরিচ্ছন্ন ঠাকুরগাঁও গড়তে জেলা যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

‘শেখ হাসিনার সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি