মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে হাবিপ্রবি ভাইস-চ্যান্সেলর’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ৮, ২০২৫ ৬:২৪ অপরাহ্ণ

গাজায় চলমান ইসরায়েলি বর্বরোচিত হামলা এবং মানবতা বিরোধী গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা।
সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত “ঝঃড়ঢ় ডড়ৎষফ, ঝঃড়ঢ়ং ভড়ৎ এধুধ” শীর্ষক মানববন্ধন ও প্রতিবাদ কর্মস‚চিতে ভাইস-চ্যান্সেলর উপস্থিত হয়ে ফিলিস্তিনি জনগণের প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং বলেন, ‘ইহুদিবাদীরা মুসলমানদের ধ্বংস করার জন্য আমাদের পবিত্র মসজিদ আল আকসা, গাজা তথা ফিলিস্তিনের উপর যে গণহত্যা চালিয়ে যাচ্ছে তার প্রতিবাদে আমরা আজ এখানে দাঁড়িয়েছি। আপনারা মিডিয়ায় দেখেছেন স্বাস্থ্যকর্মী, নারী, শিশু নির্বিশেষে সমগ্র গাজাকে ধুলোর সাথে মিশিয়ে দেয়া হচ্ছে। নির্বিচার বোম্বিং এর কারণে মানুষ ধুলোর মতো আকাশে উড়ছে। তিনি বলেন, ইহুদিদের এতো বড় শক্তি নেই, এর পেছনে কারা আছে আমরা সকলেই জানি। গাজায় নিরীহ জনগণের ওপর বর্বর ও নির্মম হামলা শুধু মানবাধিকার লঙ্ঘনই নয়, এটি সমগ্র মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। এই গণহত্যার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। হাবিপ্রবি সবসময়ই ন্যায় বিচার, মানবিক ম‚ল্যবোধ এবং শান্তির পক্ষে অবস্থান নিয়েছে ও ভবিষ্যতেও নেবে।’
উক্ত কর্মস‚চিতে বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো.শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, এগ্রিকালচার অনুষদের ডিন ও রিজেন্ট বোর্ডের সদস্য প্রফেসর ড. মোঃ মনিরুজ্জামান বাহাদুর, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, রিজেন্ট বোর্ডের সদস্য ও সিপিই বিভাগের প্রফেসর ড. মো. আবু হাসান, জিপিবি বিভাগের প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, আইআরটি’র পরিচালক প্রফেসর ড. আলমগীর হোসেন, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসানসহ প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তাবৃন্দ, কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। তারা ব্যানার, পোস্টার ও প্ল্যাকার্ডের মাধ্যমে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানান এবং আন্তর্জাতিক স¤প্রদায়কে কার্যকর ভ‚মিকা নেওয়ার আহŸান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালিত

দিনাজপুরে ত্রি-বার্ষিক সম্মেলনে ঘোষনায় জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোস্তাফিজুর রহমান ও সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা

প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের কারিগর শিক্ষার্থীরা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হাবিপ্রবিতে কৃষকদের জন্য “কৃষি উৎপাদনে প্রযুক্তির ব্যবহার” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

চিরিরবন্দরে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিরলে এমকেপি সংস্থার মাসিক সভা

অনন্যা সংস্থা’র সাধারণ সভা ও নতুন কমিটি গঠন

ওয়ার্ল্ড ভিশনের পরিকল্পনা প্রনয়ণ সভায় সদর ইউএনও অংশগ্রহন মূলক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে সকলকে এগিয়ে আসতে হবে

অভিভাবকেরা দুশ্চিন্তায় ঠাকুরগাঁওয়ে ব্যাপক হারে মাদক বৃদ্ধি – গ্রেফতার-৬

হরিপুরের কৃতিসন্তান আব্দুল জলিল ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ হলেন