মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে হাবিপ্রবি ভাইস-চ্যান্সেলর’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ৮, ২০২৫ ৬:২৪ অপরাহ্ণ

গাজায় চলমান ইসরায়েলি বর্বরোচিত হামলা এবং মানবতা বিরোধী গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা।
সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত “ঝঃড়ঢ় ডড়ৎষফ, ঝঃড়ঢ়ং ভড়ৎ এধুধ” শীর্ষক মানববন্ধন ও প্রতিবাদ কর্মস‚চিতে ভাইস-চ্যান্সেলর উপস্থিত হয়ে ফিলিস্তিনি জনগণের প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং বলেন, ‘ইহুদিবাদীরা মুসলমানদের ধ্বংস করার জন্য আমাদের পবিত্র মসজিদ আল আকসা, গাজা তথা ফিলিস্তিনের উপর যে গণহত্যা চালিয়ে যাচ্ছে তার প্রতিবাদে আমরা আজ এখানে দাঁড়িয়েছি। আপনারা মিডিয়ায় দেখেছেন স্বাস্থ্যকর্মী, নারী, শিশু নির্বিশেষে সমগ্র গাজাকে ধুলোর সাথে মিশিয়ে দেয়া হচ্ছে। নির্বিচার বোম্বিং এর কারণে মানুষ ধুলোর মতো আকাশে উড়ছে। তিনি বলেন, ইহুদিদের এতো বড় শক্তি নেই, এর পেছনে কারা আছে আমরা সকলেই জানি। গাজায় নিরীহ জনগণের ওপর বর্বর ও নির্মম হামলা শুধু মানবাধিকার লঙ্ঘনই নয়, এটি সমগ্র মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। এই গণহত্যার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। হাবিপ্রবি সবসময়ই ন্যায় বিচার, মানবিক ম‚ল্যবোধ এবং শান্তির পক্ষে অবস্থান নিয়েছে ও ভবিষ্যতেও নেবে।’
উক্ত কর্মস‚চিতে বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো.শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, এগ্রিকালচার অনুষদের ডিন ও রিজেন্ট বোর্ডের সদস্য প্রফেসর ড. মোঃ মনিরুজ্জামান বাহাদুর, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, রিজেন্ট বোর্ডের সদস্য ও সিপিই বিভাগের প্রফেসর ড. মো. আবু হাসান, জিপিবি বিভাগের প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, আইআরটি’র পরিচালক প্রফেসর ড. আলমগীর হোসেন, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসানসহ প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তাবৃন্দ, কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। তারা ব্যানার, পোস্টার ও প্ল্যাকার্ডের মাধ্যমে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানান এবং আন্তর্জাতিক স¤প্রদায়কে কার্যকর ভ‚মিকা নেওয়ার আহŸান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে ঘরে ঘরে চলছে নবান্নের প্রস্তুতি

রাণীশংকৈলে সড়কদুর্ঘটনায় মাদ্রসা শিক্ষার্থীর মৃত্যু

দিনাজপুরে ডিসি অফিসের ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী এক নারী সহযোগীসহ গ্রেপ্তার

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

এমবিএসকের উদ্দোগ্যে কৃষি-মৎস্য ও প্রানি সম্পদ খাতের সফল খামারি উদ্যোক্তাদের মাঝে সম্মাননা প্রদান অনুষ্ঠান

বীরগঞ্জে অজানা রোগে গবাদি পশুর মৃত্যুর ঘটনায় ৪সদস্যের রোগ অনুসন্ধান টিম গঠন

অধ্যক্ষ তফিল উদ্দীন আর নেই

বালিয়াডাঙ্গীতে ভোট গ্রহণ শেষে কেন্দ্রে সংর্ঘষে পুলিশসহ আহত ১৫ জন

ঠাকুরগাওয়ে নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস পালিত

দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব জহির উদ্দিন মারা গেছেন