বুধবার , ৯ এপ্রিল ২০২৫ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কাহারোলে ইউসিসিএ লিঃ এর বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ৯, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ কাহারোলে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা ও উপজেলা ইউসিসিএ লিঃ এর সভাপতি মোঃ নুরুল ইসলাম বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন কর্তৃক রংপুর বিভাগের বিভাগীয় পরিচালক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল বুধবার (৯এপ্রিল’২৫) সকাল ১১টার সময় উপজেলা ইউসিসিএ হল রুমে কাহারোল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা এবং অত্র উপজেলার ইউসিসিএ- এর সভাপতি মোঃ নুরুল ইসলামকে রংপুর বিভাগের বিভাগীয় পরিচালক পদে নির্বাচিত করায় তাকে এই উপজেলার ইউসিসিএ এর সদস্য ও পল্লী উন্নয়ন অফিসে কর্মকর্তা-কর্মচারীরা তাকে সংবর্ধনা প্রদান করেন। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা ইউসিসিএ হল রুমে উপজেলা ইউসিসিএ লিঃ এর সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা (বাদশা), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও প্রভাষক মোঃ শামীম আলী, উপজেলা সমবায় অফিসার মোঃ সারওয়ার মুর্শেদ। অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আরিফা আরমান আরা, সাবেক ইউপি সদস্য মোঃ খুরশেদ আলম, সাবেক ইউসিসিএ- এর সভাপতি মোঃ মাইনুদ্দিনসহ অন্যান্য উপজেলার ইউসিসিএ- এর সভাপতি ও উপজেলা পল্লী উন্নয়ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।

সর্বশেষ - ঠাকুরগাঁও