শুক্রবার , ১১ এপ্রিল ২০২৫ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে মাদক কারবারি বড় ভাই গ্রে’প্তা’র ছোট পলা’তক

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ১১, ২০২৫ ৯:৫৬ অপরাহ্ণ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরজন আলী (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। এ সময় অপর মাদক কারবারি তার ছোট ভাই রানা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় উপজেলার কলাবাড়ী মাদ্রাসার নিকট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারি আরজন আলী ও পলাতক রানা মিয়া উপজেলার কশিগাড়ী গ্রামের মকবুল হোসেন ফকিরের ছেলে।
থানা পুলিশ জানায়, মাদক কারবারি আরজন আলী ও পলাতক রানা পেশায় ভ্যানচালক। তারা যাত্রী ও পণ্য পরিবহনের আড়ালে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক পাচার করে আসছিল এবং তারা সংঘবদ্ধ মাদক চক্রের সক্রীয় সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দিনাজপুর-ঘোড়াঘাট মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন কুখ্যাত মাদক কারবারি আরজন আলী ও তার ছোট ভাই রানা । তারা অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কলাবাড়ি দাখিল মাদ্রাসা এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ চেকপোস্ট স্থাপন করে। তারা রাস্তায় পুলিশের চেক পোস্ট দেখে মোটরসাইকেল ফেলে রেখে পালানোর চেষ্টা করে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে আরজন আলীকে ধরে ফেলে। পরে পুলিশ তার শরীর তল্লাশি করে ফুল প্যান্টের ডান পকেট থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় তার ছোট ভাই রানা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, আরজন আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি ইয়াবা ট্যাবলেট কিনে নিজ এলাকাসহ আশেপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে । তার বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় আগেরও পাঁচটি মামলা রয়েছে। মামলা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পলাতক রানাসহ অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে সড়ক দূর্ঘটনায় ডেকোরেটর ব্যবসায়ী আহত

পীরগঞ্জে হেরোয়িন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঘোড়াঘাটে সাইকো প্রশিক্ষণের সমাপনী

রাণীশংকৈলে ২০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার- ৩

অসহায় মানুষদের সর্বাত্মক সহযোগিতা করা জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক অঙ্গীকার -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বোদায় কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত

মানবিক আবেদন ঠাকুরগাঁওয়ের শিশু মাফির জন্য সাহায্যের আবেদন

হাবিপ্রবির ১০তলা বিল্ডিং-র লিফট নিয়ে তুলকালাম

আদিবাসী হিসাবে সাংবাবিধানিক স্বীকৃতি, পৃথক ভুমি কমিশন গঠনের দাবিতে মানববন্ধন

দিনাজপুরের বোচাগঞ্জে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় চারজনকে আটক করেছে বিজিবি